ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত পরিবর্তন

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে ফৌজদারহাটে

প্রকাশিত: ০৬:১৯, ১২ অক্টোবর ২০১৬

চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে ফৌজদারহাটে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ফৌজদারহাটে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন ৩০ একর জায়গায় গড়ে তোলা হবে বহুল প্রত্যাশিত চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার চিন্তা-ভাবনা থাকলেও শেষপর্যন্ত ফৌজদারহাটের সুপরিসর এলাকাকেই বেছে নেয়া হয়েছে ভার্সিটির জন্য। স্থান পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের সরকারী সিদ্ধান্তের পর এটি কোথায় স্থাপিত হবে তা নিয়ে ছিল দোদুল্যমান অবস্থা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ১ জুলাই চমেক ক্যাম্পাস পরিদর্শন করে ঘোষণা দিয়েছিলেন চমেকের খালি জায়গায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। কিন্তু এ নিয়ে অনেক বাদ-প্রতিবাদ ছিল। বিশেষ করে হাসপাতালের কর্মচারীরা এর বিরোধিতা করে আন্দোলনেও নামে। তাছাড়া চিকিৎসকদের একটি অংশের অভিমত, সেখানে মেডিক্যাল বিশ্ববদ্যালয় প্রতিষ্ঠিত হলে স্বল্প আয়ের সাধারণ মানুষের চিকিৎসা সেবা বিঘিœত হতে পারে। বিরোধিতা সত্ত্বেও অনড় অবস্থানই ব্যক্ত হতে থাকে বার বার। চমেক ক্যাম্পাসে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষেও রাস্তায় নামে একটি পক্ষ। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দরিদ্রদের চিকিৎসা সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে চমেকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সম্মতি দেননি বলে জানা যায়। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ৭ অক্টোবর শুক্রবার ফৌজদারহাট এলাকা পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডাঃ প্রাণ গোপাল দত্ত। পরিদর্শন শেষে তারা ফৌজদারহাটেই মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান। গণপূর্তমন্ত্রী জানান, প্রথমে চমেক ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় গড়ার চিন্তা-ভাবনা হলেও পরে সেই পরিকল্পনা বাদ দেয়া হয়েছে। কারণ সেখানে এমনিতেই মেডিক্যাল কলেজ হাসপাতাল রয়েছে। এর সঙ্গে আরেকটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে পুরো এলাকা ঘিঞ্জিতে রূপ নেবে। সময় ও চাহিদা বিবেচনা চমেক হাসপাতালেরও আরও সম্প্রসারণ প্রয়োজন। তাছাড়া সকল সেবাকেন্দ্র এক জায়গায় না থেকে বিভিন্ন স্থানে থাকলে ভাল। এছাড়া ফৌজদারহাটে বিশাল এলাকা খালি পড়ে আছে। এর মধ্যে ১৬ একর ভূমি স্বাস্থ্য অধিদফতরের মালিকানার। আশপাশের আরও ১৪ একর ভূমি অধিগ্রহণ করা হলে ৩০ একর জায়গায় মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যাবে। বিশাল এ জায়গায় বিশ্ববিদ্যালয় হলে তা হবে সুপরিসর ও দৃষ্টিনন্দন। সকল দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর ইচ্ছায় ফৌজদারহাটকেই চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য বেছে নেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই এ প্রকল্পের জন্য একজন পরিচালক নিয়োগ দেয়া হবে। শীঘ্রই শুরু হবে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ।
×