ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছাত্রীর অশ্লীল ভিডিও

গোদাগাড়ীতে শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৮, ১২ অক্টোবর ২০১৬

গোদাগাড়ীতে শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে তা প্রকাশ করায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। উপজেলার গুল গোফুর বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক ময়েন উদ্দীনের অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার ও অপসারণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে বালিয়াঘাটা এলাকাবাসী। এ মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। বেলা ১০টার দিকে বালিয়াঘাটা হাইস্কুল সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগজ্ঞ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বক্তারা অবিলম্বে শিক্ষক ময়েন উদ্দীনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বালিয়াঘাটা মার্কেট সমিতির সভাপতি আখতারুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু, ইউপি সদস্য মুখলেসুর রহমান, বাসুদেবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সমাজসেবক শামসুল করিম প্রমুখ বক্তব্য রাখেন। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর গুল গোফুর বালিকা বিদ্যালয়ের শিক্ষক ময়েন উদ্দীনের সঙ্গে একই কলেজের এক ছাত্রীর আপত্তিকর ভিডিও প্রকাশ হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। ঘটনার পর থেকে শিক্ষক ময়েন পলাতক রয়েছে। সীমান্তে ১৩ গরু জব্দ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ অক্টোবর ॥ মঙ্গলবার সকাল ৬টায় সাপাহার সীমান্তে চোরাই পথে আসা ১৩ ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার উমইল গ্রামের ৩ টি বাড়ি থেকে এই গরুগুলো জব্দ করে। জানা গেছে, ভোরে উপজেলার সোনাডাঙ্গা সীমান্ত এলাকা উমইল গ্রামের মোজাম আলীর পুত্র হাবিল, ফয়েজ উদ্দীনের পুত্র সালেহ্ উদ্দীন এবং হান্নানের পুত্র রউফের বাড়ির শয়ন ঘরে লুকিয়ে রাখা ভারতীয় ১৩টি গরু আটক করে। আটক গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে। দুই ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম খানের নেতৃতে ও সার্বিক নির্দেশনায় কোম্পানির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ডিভিশনের মহাব্যবস্থাপক, প্রকৌশলী ইউসুফ আলী, উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়), প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান এবং সেলস্ ডিপার্টমেন্ট ও ভিজিল্যান্স টিমের সমন্বয়ে সোমবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের উদ্দেশে যৌথ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে কুমিল্লার মিয়ারবাজার এলাকায় অবস্থিত হাইওয়ে লিংক সিএনজি ফিলিং স্টেশন এবং আরএনআর সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস চুরির আলামতসহ গ্যাস মিটারে অবৈধ হস্তক্ষেপ পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে উক্ত সিএনজি দুটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উল্লেখ্য, অবৈধ গ্যাস সংযোগ স্থাপনের মাধ্যমে সিএনজি ফিলিং স্টেশনগুলো মাসিক কোটি কোটি টাকা “সরকারী রাজস্ব” আত্মসাত করে আসছে। -বিজ্ঞপ্তি স্টামফোর্ড ভার্সিটিতে কুইজ প্রযোগিতা শনিবার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগে ‘আন্তঃবিভাগীয় কুইজ প্রতিযোগিতা ২০১৬’র পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস- প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. হাবিবুর রহমান । প্রধান অতিথি তার বক্তব্যে এই আয়োজনকে সাধুবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য পরামর্শ ও উৎসাহ দেন। পরে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ প্রতিযোগীসহ বিজয়ীদের সনদ, ক্রেস্ট, বই এবং মূল্যবান উপহার সামগ্রী প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি বাংলাদেশ ভার্সিটিতে শিক্ষা সমাপনী উৎসব বাংলাদেশ ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৩ ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব এবং একই বিভাগের ৪৪ ও ৪৫তম ব্যাচের নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিঃ এমএ গোলাম দস্তগীর। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী। -বিজ্ঞপ্তি
×