ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোয়াংছড়িতে পাহাড় কেটে ইটভাঁটি

প্রকাশিত: ০৬:১৭, ১২ অক্টোবর ২০১৬

রোয়াংছড়িতে পাহাড় কেটে ইটভাঁটি

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১১ অক্টোবর ॥ রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা এলাকায় পাহাড় কেটে মাটি ব্যবহার করা হচ্ছে ইটভাঁটি তৈরির কাজে। ইটভাঁটির মালিক আওয়ামী লীগ নেতা, আর এই দলীয় প্রভাবেই ‘এবিএম’ ইটভাঁটির জন্য কয়েকদিন ধরে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহ করলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করায় প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। জানা গেছে, বান্দরবান পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মিলন রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা এলাকায় অনুমোদন ছাড়াই ভাঁটির পাশের একটি পাহাড় কাটছে এবিএম ইটভাঁটির মাটির জন্য। প্রতিদিন ৬-৭জন শ্রমিক দিনেরাতে সমান তালে পাহাড় কাটার কাজে কাজ করছে। এই ভাঁটির মাটি সংগ্রহের জন্য ব্যবহার করা হচ্ছে স্কেভেটরসহ ভারি যন্ত্রপাতি। পাহাড় কেটে মাটি মজুদ করা হচ্ছে ইটভাঁটির প্রাঙ্গণে, সেখানেই তৈরি করা হচ্ছে কাঁচা ইট। আরও জানা গেছে, প্রশাসনের নজরে বিষয়টি আসলেও তাদের রহস্যজনক নিষ্ক্রিয়তায় অবাধে পাহাড় কাটায় প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসনের নীরবতায়। গত রবিবার সকালে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওমর আলীর নেতৃত্বে একদল পুলিশ ছাইংগ্যা এলাকার এবিএম ইটভাঁটির জন্য পাহাড় কাটার দৃশ্যটি সরেজমিন তদন্তে গেলেও সেখানে পাহাড় কাটার কোন লক্ষণ তিনি দেখতে পাননি বলে জানান। স্থানীয়রা অনুমোদনহীন এবিএম ইটভাঁটির জন্য ছাইংগ্যায় অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে দফায় দফায় অভিযোগ জানানো সত্ত্বে¡ও পাহাড় কাটা বন্ধে প্রশাসন থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোন উদ্যোগই গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবানের জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক জানান, অবৈধ পাহাড় কাটার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
×