ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাহিয়ান দ্বীপ

স্বমহিমায় রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৬:১৬, ১২ অক্টোবর ২০১৬

স্বমহিমায় রাদওয়ানস্কা

গত এক দশক ধরেই পাদপ্রদীপের আলোতে বাস রাদওয়ানস্কার। কিন্তু এখনও কোন গ্র্যান্ডসøামই জেতা হয়নি তার। সর্বোচ্চ অর্জন কেবল উইম্বলডনের ফাইনাল। তবুও থেমে নেই তার পথচলা। টেনিস কোর্টে মাঝে মাঝেই সাফল্যের দেখা পাওয়া এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার মুখে আবারও শিরোপার হাসি। চীনা ওপেনের দ্বিতীয় শিরোপা জিতলেন তিনি। রবিবার টুর্নামেন্টের ফাইনালে জোহানা কন্টেকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেন পোল্যান্ডের এই টেনিস তারকা। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নাম্বারে থাকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এদিন ৬-৪ এবং ৬-২ সেটে খুব সহজেই পরাজিত করেন ব্রিটেনের জোহানা কন্টেকে। সেইসঙ্গে ক্যারিয়ারের ২০তম শিরোপা জয়েরও স্বাদ পান তিনি। শিরোপা জয়ের মুহূর্তটা রাদওয়ানস্কার কাছে যেন বিশেষ হয়েই রইলো। ম্যাচের শেষেও এই ‘স্পেশাল’ মুহূর্তের কথাই সবার আগে বললেন রাদওয়ানস্কা। তার মতে, ‘এই মুহূর্তটা আমার কাছে বিশেষ। এখানে তৃতীয় ফাইনাল খেলে দ্বিতীয় শিরোপা জিতলাম। এটা আমার কাছে বিশেষ অর্জন। আমার জন্য এ সপ্তাহটা প্রকৃতপক্ষেই দারুণ কেটেছে। আসলে এর চেয়ে আর কোনভাবেই ভাল হতে পারত না।’ প্রতিপক্ষকে হারাতে রাদওয়ানস্কার সময় লেগেছে মাত্র ১ ঘণ্টা ৩৬ মিনিট। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর আবারও সেই মঞ্চে শিরোপা উঁচিয়ে ধরলেন রাদওয়ানস্কা। শুধু তাই নয়, জোহানা কন্টেকে হারিয়ে নতুন একটা কীর্তিও গড়ে ফেললেন তিনি। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার মেন্ডেটরি শিরোপা নিজের শোকেসে তুললেন তিনি। এর আগে ২০১১ সালে বেজিং এবং ২০১২ সালে মিয়ামি ওপেন জিতেছিলেন তিনি। তিনটি কিংবা তারও বেশি প্রিমিয়ার মেন্ডেটরি শিরোপা জয়ের রেকর্ড আছে কেবল আমেরিকার জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং বর্তমানে সব ধরনের টেনিস থেকে নির্বাসনে থাকা রাশিয়ান তারকা মারিয়া শারাপোভার। তাদের পাশে এবার নাম লেখালেন ২৭ বছরের রাদওয়ানস্কা। চীনা ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ২০তম শিরোপা জয়ের স্বাদ পেলেন রাদওয়ানস্কা। আর চলতি মৌসুমের তৃতীয়। এর আগে শেনজেন ওপেন ও নিউ হ্যাভেন শিরোপা জিতেছিলেন তিনি। এই চীনা ওপেনে একটি সেটও ড্রপ করেননি রাদওয়ানস্কা। ব্রিটিশ প্রতিনিধি জোহানা কন্টের আগে রাশিয়ার একাটেরিনা মাকারোভা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, কাজাখস্তানের ইয়ারোসøাভা শভেদোভা, এমনকি এলিনা ভিতলিনার মতো তারকাদেরও পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন রাদওয়ানস্কা। তাই এই ট্রফিটাকে আলাদা করে রাখবেন পোলিশ তারকা। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটি শিরোপাই অনেক কিছু। আর আপনি যখন এখানে সেরা টুর্নামেন্টে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলে জিতবেন তখন নিঃসন্দেহেই তার গুরুত্ব আলাদা। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই শীর্ষসারির খেলোয়াড়দের বিপক্ষে খেলছি। আর আমিও আমার সেরাটা খেলছি। সপ্তাহের পুরোটা সময়ই অসাধারণ খেলেছি। আবারও এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই আনন্দিত। এই ট্রফিটাকে আমি আমার বিশেষ জায়গায় রাখবো।’ আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালস। তার আগেই শুরু হবে টিয়ানজিন ওপেন। যার বর্তমান চ্যাম্পিয়ন রাদওয়ানস্কা। চীনে চ্যাম্পিয়ন হওয়ার কারণে টিয়ানজিনেও তাই নিশ্চিত ফেবারিট হিসেবে কোর্টে নামবেন তিনি। এরপর শুরু হবে সিঙ্গাপুর মিশন। যেখানে বিশ্বের শীর্ষসারির টেনিস তারকারা খেলবেন। চোটের কারণে উহান ও চীন ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। তবে ডব্লিউটিএ ফাইনালসে খেলবেন আমেরিকান কিংবদন্তি। শুধু তাই নয়, দুর্দান্ত ফর্মে থাকা জার্মানির এ্যাঞ্জেলিক কারবার, সিমোনা হ্যালেপরাও লড়াই করবেন মৌসুমের শেষ হাসিটা হাসতে। এদিকে এবারই প্রথম চীনা ওপেনে খেলেন জোহানা কন্টে। প্রথমবারই বাজিমাত করেন তিনি। অসাধারণ পারফর্ম উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নেন কন্টে। শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়ান এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। তবে শেষ পর্যন্ত পোলিশ তারকার বিপক্ষে পেরে উঠতে পারেননি কন্টে। কিন্তু এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার কাছে হারলেও চীনা ওপেনে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন জোহানা কন্টে। শুধু তাই নয়, নতুন প্রকাশিত টেনিস র‌্যাঙ্কিংয়েও তার অবিস্মরণীয় অগ্রগতি হয়েছে তার। যেখানে দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম কোন ব্রিটিশ খেলোয়াড় হিসেবে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন কন্টে। এতে দারুণ আনন্দিত তিনি। তার লক্ষ্য এখন পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখা এবং রাদওয়ানস্কার মতো এরকম প্রতিপক্ষের বিপক্ষে খেলা।
×