ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয় চান ইংলিশ অলরাউন্ডার মঈন

প্রকাশিত: ০৬:১৩, ১২ অক্টোবর ২০১৬

জয় চান ইংলিশ অলরাউন্ডার মঈন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ওয়ানডেতে দারুণ ব্যাটিং করেছিল সফরকারী ইংল্যান্ড এবং ভাল একটি সংগ্রহ গড়ে দলের জয় সহজ করেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে যেভাবে ব্যাটসম্যানরা আত্মাহুতি দিয়েছে সেটা ছিল হতাশাজনক এবং এ কারণেই হারতে হয়েছে। এমনটাই মনে করছেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তবে আগের দুই ওয়ানডেতে যাই হোক যেভাবেই হোক এ সিরিজ জিততে চায় ইংল্যান্ড। মঈন বিশ্বাস করেন অধিনায়ক জস বাটলারও তেমনটাই চাইছেন। টানা ৬ সিরিজ হারেনি বাংলাদেশ, কিন্তু যে কোনভাবে সেটা করতে চায় ইংল্যান্ড এমন প্রত্যয় ব্যক্ত করলেন মঈন। মঙ্গলবার চট্টগ্রামে বৃষ্টির কারণে মাঠের পরিবর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। টানা ৬ সিরিজ জিতেছে বাংলাদেশ। সবগুলোই ঘরের মাঠে। এবার আরেকটি সিরিজ জয়ের সুযোগ সামনে। কিন্তু সফরকারী ইংল্যান্ড এমনটা হতে দিতে নারাজ। যে কোনভাবেই আজ ম্যাচ জিতে সিরিজ হারের স্বাদ স্বাগতিকদের দিতে চায় তারা। এ বিষয়ে মঈন বলেন, ‘আমার মনে হয় দু’দলই জ্বলে উঠতে চাইবে। বাংলাদেশ ঘরের মাঠে শেষ ৬ সিরেজে হারেনি। আমরা যে কোনভাবে সেটা করতে চাই। আমি জানি আমাদের খেলোয়াড়রা বিশেষ করে আমাদের অধিনায়ক এই ম্যাচটি যে কোনভাবে জিততে চাইবে।’ তবে সেজন্য প্রস্তুতিটা ভালভাবে নেয়া সম্ভব হয়নি। যদিও মঈন দাবি করলেন এমন আবহাওয়ায় অভ্যস্ত ইংল্যান্ড দল। তাছাড়া ইনডোরে অনুশীলন ছাড়াও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে সফরকারীরা। সেটাই জরুরী মনে করছেন তিনি। গত ম্যাচে বাটলারের আউট এবং বাংলাদেশ দলের উদযাপন নিয়ে অনেক ঘটনাই ঘটেছে। এটা সিরিজকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করছেন মঈন। তিনি বলেন, ‘বাংলাদেশের দিক থেকে দেখলে এটা ছিল বড় উইকেট। কিন্তু কিছু সময় উদযাপনের আলাদা ধরন থাকে এবং সামান্য সম্মান দেখাতে হয়। এটা সবাইকে তাতিয়ে রাখবে এবং এখন সিরিজটা আরও ভাল হবে। আশা করছি এই ম্যাচে দু’দলই নিয়ম অনুযায়ী ভাল আচরণ করবে। ম্যাচ শেষে যেন বলতে পারি ওটা একটা ভাল সিরিজ ছিল।’
×