ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিফার বিরুদ্ধে মামলা বাংলাদেশী শ্রমিকের

প্রকাশিত: ০৬:১২, ১২ অক্টোবর ২০১৬

ফিফার বিরুদ্ধে মামলা বাংলাদেশী শ্রমিকের

স্পোর্টস রিপোর্টার ॥ কাতারে বিশ্বকাপ হবে এতেই বিস্মিত হয়েছেন অনেকে। মরুর দেশের ২০২২ বিশ্বকাপ আয়োজন নিয়ে কম সমালোচনা হয়নি। এবার সেই সমালোচনায় ঘি ঢেলে দিলেন বাংলাদেশের এক শ্রমিক। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশের এক শ্রমিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। কাতারে কাজ করতে গিয়ে তিনি হয়েছে শোষণের শিকার। আর সেই অভিযোগ তুলে ফিফার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। কাতার প্রবাসী ২১ বছর বয়সী এই বাংলাদেশী শ্রমিকের নাম নাদিম শরিফুল আলম। অতিরিক্ত পরিশ্রম, পর্যাপ্ত খাবার ও বিশ্রামের অভাবে অসুস্থ হয়ে চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে আইনী লড়াইয়ে নামছেন তিনি। তিন সপ্তাহ সময় দিয়ে ফিফা সভাপতির কাছে পাঠানো আইনী নোটিসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে দায় স্বীকার করে মিঃ আলমকে ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে সংস্থাটির বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জুরিখে দায়ের করা অভিযোগের খসড়া চিঠিতে বলা হয়েছে, ফিফা বিদেশী শ্রমিকদের সঙ্গে ন্যায্য আচরণ করতে কাতারকে বাধ্য করার ক্ষেত্রে নিজের প্রভাব খাটাতে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে কাতার কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে অনেকগুলো মানবাধিকার সংগঠন অনেকদিন ধরেই একই রকমের অভিযোগ করছে। এটি হতে যাচ্ছে ফিফার ইতিহাসে প্রথম মামলার ঘটনা। স্থানীয় সময় সোমবার মামলার পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। ক্ষতিপূরণ হিসেবে ফিফার কাছে ১১,৫০০ মার্কিন ডলার দাবি করেছেন মিঃ আলম। একজন নিয়োগকর্তাকে ৪,০০০ ডলার পরিশোধ করে তিনি কাতারে কাজ করতে আসেন।
×