ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুরুষ-মহিলা উভয় বিভাগের সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১২, ১২ অক্টোবর ২০১৬

পুরুষ-মহিলা উভয় বিভাগের সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টে মঙ্গলবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ ও মহিলা বিভাগের তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল। মহিলা বিভাগ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। উভয় বিভাগেই বাংলাদেশের প্রতিপক্ষ আজ পাকিস্তান। মহিলা বিভাগে বাংলাদেশ প্রতিপক্ষ আফগানিস্তানকে ২৪-৭ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে। প্রথমার্ধে লাল-সবুজরা ১৬-২ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে রুবিনা ৯টি, শিফা ও মাসুদা ৫টি করে, রহিমা ও পূর্ণিমা ৪টি করে, শাহিদা, পারুল ও শাহিনা দুটি করে এবং চায়না একটি গোল করেন। আফগানদের হয়ে হুমায়রা তিনটি, নাজনীন ও উনাব কাদরি দুটি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ মিনিটে গোল করে পাকিস্তান জয় নিশ্চিত করে। তারা ২১-২০ গোলে নেপালকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে ওঠে। তৃতীয় ম্যাচে ভারত ৫১-১৩ গোলে মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে। অনুর্ধ-১৯ বছর বয়সীদের এই প্রতিযোগিতায় সেমিতে উঠলেও আফগানিস্তানের বিপক্ষে দলের পারফর্মেন্সে খুব একটা খুশি নন বাংলাদেশ দলের অধিনায়ক রুবিনা। তিনি বলেন ‘সেমিফাইনালে উঠেছি, অবশ্যই ভাল লাগছে। তবে আজকে আমরা প্রথমার্ধে পাসিং, ক্যাচিংয়ে খুবই খারাপ করেছি। শূটিং, গ্রিপিংয়েও সমস্যা হয়েছে। প্রথমার্ধেই আমরা গোলের অনেক সুযোগ নষ্ট করেছি। যে পরিমাণ আক্রমণ করেছি, সে তুলনায় গোল কম পেয়েছি। জিতলেও প্রথমার্ধের খেলায় কোচ সন্তুষ্ট না, আমরাও না।’ পুরুষ বিভাগে নেপাল ৩২-২১ গোলে মালদ্বীপকে, পাকিস্তান ৪৪-২০ গোলে আফগানিস্তানকে হারিয়ে সেমিতে নাম লিখায়। বাংলাদেশ ৪৬-১৭ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে। প্রথমার্ধে তারা ২৩-৯ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের রবিউল আওয়াল সর্বোচ্চ ১০ গোল করেন। এছাড়া মেহেদী হাসান ৮, মোঃ শাকির ৭টি, মোঃ শামসুদ্দিন ৬, লুসাই ৫ গোল করেন। ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।
×