ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও হাফডজন গোলে জয় পর্তুগালের

প্রকাশিত: ০৬:১১, ১২ অক্টোবর ২০১৬

আবারও হাফডজন গোলে জয় পর্তুগালের

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবলে গোলবন্যা অব্যাহত রেখেছে পর্তুগাল। আগের ম্যাচে এ্যান্ডোরার জালে ৬ গোল দেয়া পর্তুগীজরা এবারও একই ব্যবধানে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে। সোমবার রাতে ‘বি’ গ্রুপের এ্যাওয়ে ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন পোর্তো ফরোয়ার্ড আন্দ্রে সিলভা। একটি করে গোল করেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জাও মাউটিনহো ও জাও ক্যানসেলো। গ্রুপের অপর দুই ম্যাচে সুইজারল্যান্ড ২-১ গোলে এ্যান্ডোরাকে ও হাঙ্গেরি ২-০ গোলে হারায় লাটভিয়াকে। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে এতদিন অপরাজেয় ছিল হল্যান্ড। তাদের ১৫ বছরের গর্ব শেষ করেছে ফ্রান্স। ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠে ফ্রান্সের কাছে ১-০ গোলে হারে ডাচরা। ফরাসীদের পক্ষে জয়সূচক গোলটি করেন সবচেয়ে দামি তারকা মিডফিল্ডার পল পোগবা। গ্রুপের আরেক ম্যাচে সুইডেন ৩-০ গোলে হারায় বুলগেরিয়াকে। বিশ্বকাপ বাছাইপর্ব তথা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ান বেনটেকে। বেলজিক এই তারকার রেকর্ডসহ হ্যাটট্রিকে ভর করে বেলজিয়াম ৬-০ গোলে উড়িয়ে দেয় স্বাগতিক জিব্রাল্টারকে। গ্রুপের অন্য ম্যাচে বসনিয়া ২-০ গোলে সাইপ্রাসকে ও গ্রীস একই ব্যবধানে হারায় এস্তোনিয়াকে। হল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। ‘এ’ গ্রুপের শীর্ষে ওঠা ফ্রান্সের পয়েন্ট তিন ম্যাচে ৭। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দ্বিতীয় স্থানে সুইডেন। বাছাইয়ে প্রথম হারের স্বাদ পাওয়া হল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। হল্যান্ডের আমস্টারডাম এ্যারানায় ম্যাচের ৩০ মিনিটে দারুণ এক গোলে ফ্রান্সকে এগিয়ে নেন পোগবা। দিমিট্টি পায়েটের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ৩০ গজ দূর থেকে আচমকা শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। পিছিয়েপড়া স্বাগতিকরা ম্যাচে ফিরতে মরিয়া প্রচেষ্টা চালিয়েও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে পোগবার প্রশংসায় পঞ্চমুখ হন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, আমি তার (পোগবা) সম্পর্কে কিছু বলতে চাই না। আমি শুধু এটুকুই বলতে চাই, সে সব পাল্টে দিতে পারে। তার প্রতি আমার অগাধ আস্থা। তিনদিনের ব্যবধানে প্রতিপক্ষের জালে আবারও গোল উৎসব করেছে পর্তুগাল। পর্তুগালের এটা টানা দ্বিতীয় জয়। সুইজারল্যান্ডের কাছে হেরে বাছাইপর্ব শুরু করা পর্তুগাল গত শুক্রবার এ্যান্ডোরাকে ৬-০ গোলে হারিয়েছিল। এবার একই ব্যবধানে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১২ মিনিটে রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের প্রথম গোল করেন সিলভা। রোনাল্ডোর ফ্লিক ডিফেন্ডার রাগনার ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে জড়ান তরুণ এই ফরোয়ার্ড। ২২ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করার পর ৩৭ মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করেন পোর্তোর তরুণ ফরোয়ার্ড সিলভা। বিরতির পর ৬৫ মিনিটে স্কোরশিটে নাম লেখান অধিনায়ক রোনাল্ডো। জোয়াও মারিওর সঙ্গে দারুণ সমঝোতার পর জোরালো শটে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচের যোগ করা সময়ে আরও দুই গোল করে পর্তুগাল। ৯১ মিনিটে পাঁচ নম্বর গোল করেন মাউটিনহো। আর ৯৩ মিনিটে ছয় নম্বরটি আসে ক্যানসেলোর পা থেকে। জিব্রাল্টার-বেলজিয়াম ম্যাচে কিকঅফের পর সবার বুঝে ওঠার আগেই গোল করে বসে বেলজিয়াম। অবিশ্বাস্যভাবে ম্যাচের বয়স তখন মাত্র ৭ সেকেন্ড! বিস্ময় জাগানো গোলটি করেন বেলজিয়ামের বেনটেকে। গোলটি শুধু বিস্ময়ই জাগাইনি, ভেঙ্গে দিয়েছে রেকর্ডও। প্রতিপক্ষের মাঠে কিকঅফের পর একটুও সময় নষ্ট করেননি স্ট্রাইকার বেনটেকে। বল পেয়ে ছুটে যান জিব্রাল্টারের ডিফেন্সের দিকে। রক্ষণব্যুহ ভেঙ্গে গোলরক্ষক ড্যারেন ইব্রাহিমকে বোকা বানিয়ে বল পাঠিয়ে দেন জালে। ঘড়িতে তখন দেখাচ্ছিল খেলা হয়েছে মাত্র ৭ সেকেন্ড। বিশ্বকাপের ইতিহাসে এটাই দ্রুততম গোল। আগের রেকর্ডটি ছিল স্যান মারিনোর ডাভিডে গুয়ালটিয়েরির। ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বেই ৮ দশমিক ৩ সেকেন্ডে গোল করে রেকর্ডটা গড়েছিলেন তিনি। বিশ্বকাপের চূড়ান্তপর্বে দ্রুততম গোলের রেকর্ড তুরস্কের হাকান সুকুরের দখলে। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সুকুরের রেকর্ডগড়া গোলটি এসেছিল ১০ দশমিক ৮ সেকেন্ডে। শুধু দ্রুততম গোলই করেননি, পরে আরও দুই গোল করে হ্যাটট্রিক করেন বেনটেকে। তার দলও পায় বিশাল জয়।
×