ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে উত্তাল

প্রকাশিত: ০৬:১১, ১২ অক্টোবর ২০১৬

সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে উত্তাল

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে বাংলাদেশ জাতীয় দল তিন বছরের জন্য নির্বাসিত হওয়ার প্রতিবাদে বাফুফে ভবন ঘেরাও, ফুটবলপ্রেমীদের বিক্ষোভ স্পোর্টস রিপোর্টার ॥ শোকের মাস মহররম। বাংলাদেশের ফুটবলের জন্যও ১০ অক্টোবর, ২০১৬ তারিখটিও ছিল শোকের, অধঃপতনের। ভুটানের কাছে হেরে এদিন শেষ হয়ে যায় বাংলাদেশের ‘এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে’ ওঠার আশা-ভরসা। এর ফলে আগামী তিন বছর বাংলাদেশ ফিফা ও এএফসি স্বীকৃত কোন আন্তর্জাতিক ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে পারবে না। স্বভাবতই এই হারে ক্ষোভে ফুঁসছে দেশের ফুটবলপ্রেমীরা। তারই কিছুটা নমুনা দেখা গেল মঙ্গলবার বাফুফে ভবনের গেটে। আশি^নের পড়ন্ত বিকেলে অর্ধশত ফুটবল সমর্থক-অনুরাগীরা এসে ভিড় করলেন। মনের ভেতর জমে থাকা শোককে তারা রূপ দিলেন ক্ষোভে। হাতে তাদের নানা রকম শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড। সঙ্গত কারণেই তাদের বাফুফে ভবনে ঢুকতে দিল না নিরাপত্তাকর্মীরা। ফলে গেটের বাইরে দাঁড়িয়েই তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করে। ‘সালাউদ্দিনকে অভিনন্দন, সামনে আমরা র‌্যাঙ্কিংয়ে ২০০ হব’, ‘এরপরও ফুটবলাররা মৌসুমে ৫০ লাখ পাবে, হবে না কোন একাডেমি!’, ‘আর কত নিচে নামলে গদি ছাড়বেন?’, ‘মৃত ফুটবলকে শোক জানাতে এলাম’, ‘বাফুফে পচে গেছে, ফুটবল মরে গেছে’, ‘ফুটবল একাডেমির খবর কি?’ ‘বাংলাদেশের ফুটবল এখন মৃত’ ... দেশের ফুটবলের চরম অধঃপতনের দিনে আর ঘরে থাকতে পারেননি তারা। কোন সংগঠনের হয়ে নয়, নিছকই ফুটবলের প্রতি ভালবাসার টানে প্রতিবাদ জানাতে বাফুফে ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন বয়সের বেশ কিছু ফুটবলপ্রেমী। ভুটানের মাঠে বাংলাদেশ জাতীয় ফুযটবল দলের ভরাডুবিতে ক্ষুব্ধ সমর্থকরা রসাতলে চলে যাওয়া ফুটবলকে বাঁচাতে বাফুফেতে ‘বড়সড় রদবদল’, বন্ধ হয়ে যাওয়া একাডেমি চালুর দাবিও জানায় তারা। টানা তিনবার বাফুফে সভাপতি নির্বাচিত হওয়া কাজী মোঃ সালাউদ্দিনের ফুটবলকে সঠিক দিক-নির্দেশনা দিতে পারেননি বলেই মনে করেন সমর্থকরা। সালাউদ্দিনের পদত্যাগের দাবিও করেন তারা। ফুটবলারদেরও দায়ী করেছেন সমর্থকরা। দেশের প্রতি ফুটবলারদের নিষ্ঠা, ভালবাসা, দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বিক্ষোভকারীদের পক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুক্তার ইবনে রফিক, ‘বাংলাদেশের ফুটবলে এমন দিন কখনও আসেনি। বর্তমান ফেডারেশনের দাবিÑ খেলা সবসময় মাঠে থাকছে। কিন্তু এমন খেলা থাকার দরকার কি, যদি আমরা ভুটানের সঙ্গে হেরে আসি? এতেই বোঝা যায়, আমাদের ফুটবল সঠিক মানুষের হাতে নেই।’ মুক্তার আরও বলেন, ‘দেখবেন, এরপরও কেউ দায় নেবে না। ফুটবলারদের দামও ৫০ লাখ টাকা থাকবে। খেলোয়াড়রা একবার অবসর নেন, আবার অবসর ভেঙ্গে ফিরে আসেন। দুদিন পর পর কোচ নিয়োগ দেয়া হয়, বিদায় করে দেয়া হয়। কোন পরিকল্পনা নেই, এভাবে তো চলতে পারে না। যদি এভাবে চলতে থাকে, তাহলে ফিফা নয়, আমরা চাই আমাদের সরকারই বাফুফে বন্ধ করে দিক!’ এশিয়ান কাপের বাছাই পর্বের আগে ঝরে পড়া দলগুলো নিয়ে সলিডারিটি কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। ভুটানে ফিরতি লেগের আগেই বাফুফে সভাপতি জানিয়েছিলেন, থিম্পুকে ব্যর্থ হলে সলিডারিটি কাপে দল পাঠাবেন না তিনি। দল ব্যর্থ হচ্ছে জেনে আগে ভাগেই সালাউদ্দিন সিদ্ধান্ত নিয়ে রেখেছেনÑ এমন দাবিও করেন সমর্থকরা। সবশেষে মুক্তার বলেন, ‘আমরা কারও পক্ষে এখানে আসিনি। আমরা একান্তই ফুটবল সমর্থক। আমাদের দাবি, দয়া করে ফুটবলটাকে বাঁচান!’
×