ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্পূর্ণ উল্টো...

প্রকাশিত: ০৫:৫৬, ১২ অক্টোবর ২০১৬

সম্পূর্ণ উল্টো...

পানাহারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে জনপ্রিয় গন্তব্য ক্যাফে। প্রিয়জনকে সঙ্গে নিয়ে ক্যাফের টেবিলে বসে এক কাপ কফি হাতে আড্ডা দিতে কে না ভালবাসে। কিন্তু সম্প্রতি জার্মানিতে উদ্বোধন হয়েছে এমন একটি ক্যাফে, যেখানে প্রবেশ করলে মনের অজান্তেই হয়ত অনেকে ভাবতে শুরু করবেন যে, পা ওপরে আর মাথা নিচের দিকে দিয়ে ঝুলে আছেন। আসল কথা হলো, পুরো ক্যাফেটিই বানানো হয়েছে উল্টো করে। ফ্রাঙ্কফুটের কাছাকাছি ওয়ের্থহেইম এলাকায় অবস্থিত দোতলা এ ক্যাফেটি এমনভাবে বানানো হয়েছে, দূর থেকে দেখলে যেন মনে হবে একটি ঘরকে উল্টো করে বসিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, এর ভেতরে ঢুকেও হকচকিয়ে যেতে হয়। কারণ এতে রাখা সব আসবাবও যেন ঝুলছে উল্টো হয়ে। পুরো পারিবারিক কোন বাড়ির আদলেই তৈরি ক্যাফেটিতেও রয়েছে বেড, ড্রয়িং ও ডাইনিং রুম। তবে বেড রুমে গেলে দেখা যায়, সেখানে রাখা খাট ও অন্যান্য আসবাব যেন ছাদ থেকে ঝুলছে। একই অবস্থা ড্রয়িং রুমেও। তবে চমক আছে বাথরুমে। সেখানে কমোড থেকে শুরু করে বাথটাব, বেসিন ওপর দিক থেকে ঝুললেও গোসলের ফোয়ারাটি লাগানো আছে মাটিতে। যে কেউ চাইলেই এই ক্যাফেতে ঢুকে উল্টোভাবে পানাহার সারতে পারেন। -অডি ডটকম অবলম্বনে
×