ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডট বাংলা ডোমেইনে নিবন্ধন আগামী সপ্তাহ শুরু

প্রকাশিত: ০৫:৫৬, ১২ অক্টোবর ২০১৬

ডট বাংলা ডোমেইনে নিবন্ধন আগামী সপ্তাহ শুরু

ফিরোজ মান্না ॥ ডট বাংলায় আগামী সপ্তাহ থেকে অনলাইনে নিবন্ধন শুরু হবে। ঘরে বসেই নিবন্ধনের প্রক্রিয়া শেষ করা যাবে। নিবন্ধন ফি দিতে হবে মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে। দুই বছরের জন্য ডট বাংলা ডোমেইন নিবন্ধনের ফি এক হাজার থেকে এক হাজার পাঁচ শ’ (ভ্যাট ও টেলিটকের টাকা পাঠানোর চার্জ ছাড়া) টাকার মতো হতে পারে। বিটিসিএল নিবন্ধন ফি ও অন্যান্য বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চূড়ান্ত অনুমোদন নিয়েছে। বিটিসিএল ডট বাংলা ডোমেইনের টেকনিক্যাল কনট্যাক্ট হিসেবে দায়িত্ব পালন করবে। বাংলাদেশের জন্য ডট বাংলা ডোমেইনের বরাদ্দ চূড়ান্ত করা হয়। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন একই ডোমেইনের জন্য আবেদন করেছিল। সূত্র জানিয়েছে, বাংলাদেশের জন্য ইন্টারনেট কর্পোরেশন অব এ্যাসাইন্ড নেমস এ্যান্ড নম্বর (আইসিএএনএন) বোর্ডের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হলো ডট বিডি (.বিডি) অন্যটি ডট বাংলা (.বাংলা)। বিটিসিএলের হিসাবে বর্তমানে ডট বিডির সক্রিয় নিবন্ধন সংখ্যা ৩৬ হাজার ৫০০। ডোমেইন কোন একটি রাষ্ট্রের জাতীয় পরিচিতি হিসেবেও কাজ করে। যেমন ডট ইউকে ডোমেইন নামের কোন ওয়েবসাইটে প্রবেশ করলে বোঝা যাবে এটি যুক্তরাজ্যের ওয়েবসাইট। তেমনি ডট বাংলা দিয়ে স্বীকৃত বাংলা ভাষার বাংলাদেশী ডোমেইন বোঝাবে। বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ জানান, অনলাইনে ডট বাংলা (.বাংলা) ডোমেইন নিবন্ধনের জন্য ইতোমধ্যে চুক্তিপত্র তৈরি করা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হতে পারে। বিটিসিএল এজন্য সব প্রস্তুতি শেষ করেছে। বিটিসিএল সূত্র জানিয়েছে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও সিয়েরা লিওন ‘ডট বাংলা’ ডোমেইন চালু করার অনুমতি চেয়েছিল। ইন্টারনেট কর্পোরেশন অব এ্যাসাইন্ড নেমস এ্যান্ড নম্বরস বাংলাদেশকে ডট বাংলার অনুমতি দেয়। এর মধ্য দিয়ে দেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত ‘ডট বাংলা’ আইডিএন’র যাত্রা শুরু হলো। ডোমেইন নেম পরিচালনাকারী সংস্থা ইন্টারনেট কর্পোরেশন ফর এ্যাসাইন্ড নেমস এ্যান্ড নম্বরস (আইসিএএনএন) থেকে চূড়ান্ত অনুমতি পেয়েই বিটিসিএল দেশে কাজ শুরু করেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ডট বাংলা আইডিএনের যাত্রা শুরু হলো এবং ‘ডট বাংলা’ ডোমেইন চালুর ক্ষেত্রে আর কোন বাধা থাকল না। এখান থেকে ডট কম বা ডট বিডির মতো ওয়েব এ্যাড্রেসের শেষে ‘ডট বাংলা’ (.নধহমষধ) ব্যবহার করা যাবে। ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) একটি ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম, যা ওয়েব এ্যাড্রেস লিখতে প্রচলিত ইংরেজী ভাষা ব্যতীত অন্য বিভিন্ন ভাষার স্ক্রিপ্টকে সমর্থন করে। ২০১০ সালে বিশ্বে প্রথম আইডিএন বাস্তবায়িত হয়। আইসিএএনএন’র তথ্যানুযায়ী বর্তমানে বিশ্বের ৬০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী নিজস্ব ভাষার মাধ্যমে ইন্টারনেটে প্রবেশ করে থাকেন। ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘.বাংলা’-কে আইডিএনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। এর পর থেকেই ডট বাংলা ডোমেইনের জন্য অনুমতি চাওয়া হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে এবার তার বাস্তবায়ন ঘটল। বাংলা মূল্যায়ন, সার্ভার ও সফটওয়্যার স্থাপনসহ কারিগরি প্রস্তুতি, ইন্টারনেট এ্যাসাইন্ড নেম অথরিটি (আইএএনএ), আইসিএএনএন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের অনুমোদন সম্পন্ন করে ‘.বাংলা’ ডোমেইন নেম চালু করা হয়। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সম্প্রতি এ কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য আইসিএএনএন এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের কাছে একটি চিঠি পাঠিয়েছিল। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘.বাংলা’ ডোমেইনের প্রশাসনিক এবং বিভাগের পক্ষে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কারিগরি দায়িত্ব পালন করবে। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওন ‘.বাংলা’ ডোমেইনের জন্য আবেদন করেছিল। ডট বাংলা ডোমেইন চালু করা বাংলা ভাষার জন্য জীবনদানকারী বাংলাদেশের জনগণের জন্য খুবই গৌরবের বিষয়। ডট বাংলা চালুর ফলে বাংলাদেশ ও বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবেন। ফলে ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিসহ বাংলা কনটেন্ট তৈরি উৎসাহিত হবে। এর বাইরে ডট বাংলা ডোমেইন সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।
×