ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে ॥ শ্বাসনালীতে অস্ত্রোপচার

প্রকাশিত: ০৫:৫৫, ১২ অক্টোবর ২০১৬

খাদিজার অবস্থার উন্নতি হচ্ছে ॥ শ্বাসনালীতে অস্ত্রোপচার

সালাম মশরুর, সিলেট অফিস ॥ বখাটে বদরুলের চাপাতির কোপে আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। এর মধ্যেই স্বাভাবিকভাবে শ্বাস নেয়ার জন্য শ্বাসনালীতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। খাদিজার চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডাঃ রেজাউস সাত্তার ভেন্টিলেশনের অস্ত্রোপচার সম্পর্কে গণমাধ্যমকে জানান, ‘ছোট একটি চেকলিস্টেন অস্ত্রোপচার হয়েছে। শ্বাস-প্রশ্বাসের জন্য আগে মুখে টিউব ছিল, সেটি সরিয়ে গলার সামনের অংশে দিয়ে দেয়া হয়েছে। অবস্থা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এভাবে রাখতে হবে।’ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাঃ মির্জা নাজিমউদ্দিন বলেন, ‘এগুলো স্বাভাবিক চিকিৎসা প্রক্রিয়া। অন্য অবস্থা আগের মতোই রয়েছে। তবে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। সবাই দোয়া করবেন।’ স্কয়ার হাসপাতালে নার্গিসের পাশে থাকা তার মামা বাসেদ বলেন, সকালে চিকিৎসকরা দেখে গেছেন। আরও পর্যবেক্ষণ করতে হবে বলে জানিয়েছেন। এদিকে খাদিজার উপর হামলার ঘটনায় বিক্ষোভ মানববন্ধন অব্যাহত রয়েছে। ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা ॥ বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা। মঙ্গলবার বেলা আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের (ডিএফএ) প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম। সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও ক্রীড়া সংগঠন আজাদুর রহমান আজাদ, জেলা ক্লাব সমিতির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক হাজী মিলাদ আহমদ, সিলেট জেলা স্টেডিয়ামের ট্রেজারার সিরাজ আহমদ। সংস্থার সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলুর পরিচালনায় মানববন্ধনে সংস্থার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মান্না চৌধুরী, কামরুল হাসান, আজাদুর রহমান চঞ্চল, রাজা চৌধুরী, আজিজ রহমান, রাজু আহমদ, জাবেদ আহমদ রাসেল, রিপন আহমদ, জামিল আহমদ, ইমতিয়াজ আহমদ, সুফিয়ান খালেদ, খালেদ আহমদ, লিটন আহমদ, মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন খাদিজার বাবা মাসুক আহমদ, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চেরাগ, টিলাগড় ক্লাবের প্রতিনিধি কাদির আহমদ, সিলেট উন্নয়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, ধারাভাষ্যকার সমিতির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, রেফারি আরিছ আহমদ, জাতীয় ব্যাটমিন্টন তারকা এনামুল হক, প্রদীপ, ক্রীড়া ব্যক্তিত্ব রাশু প্রমুখ। মানববন্ধনে একাত্মতা পোষণ করে উপস্থিত হন জেলা রেফারি এ্যাসোসিয়েশন, ধারাভাষ্যকার এ্যাসোসিয়েশন, ফুটবল সাপোর্টার ফোরাম, ব্যাটমিন্টন এ্যাসোসিয়শেনর নেতৃবৃন্দ। এছাড়া সংস্থার সদস্য এবং সর্বস্তরের ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। ‘থুথু স্তম্ভ’ ॥ এবার বদরুলের প্রতি ঘৃণা থেকে তাকে ধিক্কার জানিয়ে সিলেটে করা হয়েছে ‘থুথু স্তম্ভ’। মঙ্গলবার সকালে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের অস্থায়ীভাবে থুথু স্তম্ভ বানিয়ে সেখানে ‘থুথু নিক্ষেপ’ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন (বামাসাক)-এর উদ্যোগে বদরুলের শাস্তির দাবিতে এবং জনসচেতনা সৃষ্টির লক্ষ্যেই এটি স্থাপন করা হয়েছে। স্থাপিত এই স্তম্ভে স্বতঃস্ফুর্তভাবে থুথু নিক্ষেপের মাধ্যমে বদরুলের প্রতি ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছেন সর্বস্তরের জনসাধারণ। এর আগে সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খাদিজার বাবা মাসুক মিয়া, দুই ভাই শাহিন ও সালেহ আহমদসহ সিলেটের সাংবাদিক, রাজনীতিবীদ ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সিলেট জেলা বিএনপি ॥ সন্ত্রাসী বদরুলের হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানববন্ধন কর্মসূচীর আয়োজন করছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে উক্ত মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ- যথা সময়ে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচী সফল করার জন্য বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
×