ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিরের সঙ্গে ১৫ মিনিট!

প্রকাশিত: ০৫:৫০, ১২ অক্টোবর ২০১৬

কুমিরের সঙ্গে ১৫ মিনিট!

কেজ অব ডেথ বা মৃত্যুর খাঁচা। ১৫ মিনিট পানির নিচে খাঁচাবন্দী অবস্থায় থাকতে হবে। এই খাঁচার মধ্যে থাকা এক বিরল অভিজ্ঞতা। এটি মৃত্যুর খাঁচা হলেও এখনও পর্যন্ত কেউ এই খাঁচায় চিরতরে চোখ বোজেননি। আর এই কেজ অব ডেথই পর্যটকদের টানছে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইন শহরে। তবে দুর্বলচিত্ত পর্যটকদের এ কাজে মানা আছে। কারণ অবশ্য স্বাভাবিক! ১৫ মিনিট ওই খাঁচাবন্দী থাকাকালীন পর্যটকদের চাক্ষুষ করতে হবে ১৬ ফুট দীর্ঘ কুমিরকে। প্রতি ২ কিলোমিটারে কমপক্ষে একটি বড় কুমির চোখে পড়বেই। আর এ কারণেই ‘কুখ্যাত’ মেরি নদী। এই নদীর সংলগ্ন শহর হলো ডারউইন। মাত্র ১০০ কিলোমিটারের দূরত্ব। আর এখানেই গড়ে উঠেছে ক্রোকোসরাস কোভ যা কুমির নিয়ে গড়ে তোলা একটা পার্ক। এখানে কুমির সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে আলোচ্য কেজ অব ডেথ। নোনাজলের হিংস্র কুমিরের সামনে খাঁচাবন্দী অবস্থায় ছেড়ে দেয়া হয় কোন এক সাহসী পর্যটককে। মৃত্যুর মুখে না পড়লেও, ১৬ ফুটের বিশালাকার কুমির দেখে বুক দুরুদুরু করাটা স্বাভাবিক। কিন্তু, অন্য কোন পরিস্থিতি যাতে না হয়, তার জন্য সতর্ক থাকে পার্ক কর্তৃপক্ষ। তাই নির্দিষ্ট বয়সীদের পর্যাপ্ত ট্রেনিংয়ের পরই কুমির দর্শনের সুযোগ দেয়া হয়। খবর অন লাইনের।
×