ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ফয়সালা আজ

প্রকাশিত: ০৫:৪৭, ১২ অক্টোবর ২০১৬

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ফয়সালা আজ

মিথুন আশরাফ ॥ ‘বাটলার আউট তো সবাই চুপ’! এই সেøাগান এখন সবার মুখে মুখে। বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জেতায় সিরিজে এখন ১-১ সমতা আছে। আজ যে দল জিতবে সিরিজ তাদেরই হয়ে যাবে। সিরিজের ফয়সালার দিনে অন্য সবকিছুকে বাদ দিয়ে যেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের ব্যাটিংয়ের দিকেই সবার নজর থাকবে। বাটলার আউট হলেই ক্রিকেটাররা কি করবেন, তা সময়ই বলে দেবে। হয়তো উল্লাসটা মন মতো করতে পারবেন না। কিংবা তারাও চুপ থাকবেন। তবে মাঠের দর্শকরা যে একেবারে চুপ থাকবেন, তাও ঠোঁটে আঙ্গুল দিয়ে; তা বলেই দেয়া যায়। মাঠের বাইরে টেলিভিশনে খেলা দেখা বাংলাদেশী ক্রিকেটপ্রেমীরাও হয়তো মাঠের দর্শকদের সঙ্গে তাল মেলাবেন। দ্বিতীয় ওয়ানডেতে বাটলারের আউটের পর যে বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাস করেছেন। আর সেই উল্লাসের ধরনে চটে গিয়েছিলেন বাটলার। তার এই চটে যাওয়ায় পরে এর প্রভাব দুইদলের ক্রিকেটারদের হাত মেলানোতেও পড়েছে। তামিম-স্টোকসের মধ্যকার ‘তর্কাতর্কি’ হয়। তাই এবার আর কোন উল্লাস হবে না। বাটলার আউট হলে চুপ থেকেই এর প্রতিবাদ জানাবেন দর্শকরা, ক্রিকেটপ্রেমীরা। সেই সঙ্গে স্টোকস আউট হলে অবশ্য উল্লাসের কোন কমতি থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বাটলার আউট তো সবাই চুপ’, ‘বাটলার আউট তো মাঠ চুপ’ এ নিয়ে গ্রুপই খুলে ফেলা হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে, দর্শকরা বাটলার আউট হলে চুপ থেকে প্রতিবাদ জানাবেনই। সেই অপেক্ষাই এখন করা হচ্ছে। সেই প্রতিবাদ জানানোর সঙ্গে বাংলাদেশের হাতে জয়টি ধরা দিলেতো দুর্দান্ত হয় তাই না? কিন্তু বাংলাদেশ ক্রিকেটাররা কি পারবেন, সেই জয় এনে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজই জিতে নিতে? বৃষ্টি শঙ্কা জাগাচ্ছে। খেলা হবে কিনা এর কোন নিশ্চয়তা নেই। মঙ্গলবারও চট্টগ্রামে টানা বৃষ্টি পড়েছে। ক্রিকেটাররা ঠিকমতো মাঠে অনুশীলনই করতে পারেননি। মাঠও কাভার দিয়ে দুইদিন ধরে ঢাকা। খেলা যদি শেষ পর্যন্ত বৃষ্টির জন্য নাই হয়, তাহলে সিরিজ ড্র হয়ে যাবে। আর কোন উপায় নেই। কারণ এই সিরিজে কোন ‘রিজার্ভ ডে’ নেই। খেলা হোক, সেটিই সবাই চান। আর এই খেলা দেখার জন্যতো সবাই উৎসুক। দুইদলের ক্রিকেটারদের গায়েই যে আগুন জ্বলছে। দ্বিতীয় ওয়ানডের ঘটনাগুলোতে দুই দলের ক্রিকেটাররাই চটে আছেন। আর তাতে করে খেলার মধ্যে প্রভাবও পড়তে পারে। বাটলার এখন মহাচিন্তায় আছেন। সিরিজ বাঁচানোর চিন্তায়। সঙ্গে এই যে মেজাজ খারাপ করে বসেছেন, তাকে নিয়ে এত আলোচনা; সিরিজ জিতেই তার জবাব দিতে হবে। সঙ্গে ভাল একটা ইনিংসও খেলা চাই। মাথায় জেদ ঘুরতে থাকলে কোন কিছুই ঠিকমতো হয় না। তাই বাটলারের ব্যাটিংয়েও এর প্রভাব পড়তে পারে। যেটি বাংলাদেশের জন্যই উপকার হবে। তবে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের কথায় নজর দিতে পারেন বাটলার। ভন বলেছেন, ‘বাটলারের জন্য আমার পরামর্শ থাকবে এগিয়ে যাওয়ার এবং ঢাকায় যা ঘটেছে, সেটা এক পাশে সরিয়ে রাখা। আশা করছি তুমি চূড়ান্ত জবাবটা দিবে বুধবার সিরিজ জিতে করমর্দন করার সময়।’ বাটলার যে করেই হোক, এ সিরিজ জিততে চাইবেন। সিরিজ জিততে চাইবেন পেস অলরাউন্ডার বেন স্টোকসও। তামিমের সঙ্গে যে অহেতুক তর্কে জড়িয়ে পড়েন স্টোকস। এখন মাঠের লড়াইয়ে তাকে ভাল খেলতেই হবে। না হলে যে সমালোচনা হবে। আর এই চাপে স্টোকস দ্রুত আউট হয়ে গেলে আর বল হাতে খারাপ করলে বাংলাদেশেরই লাভ হবে। ইংল্যান্ড ক্রিকেটারদের বেলাতে যা ঘটবে, বাংলাদেশ ক্রিকেটারদের বেলাতেও তাই ঘটবে। ইংলিশ ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে জিতে মাঠের বাইরের লড়াইকেও জিততে চান। ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেটাররাও চান। বিশেষ করে চট্টগ্রামের ছেলে ওপেনার তামিম ইকবালের দিকেই বেশি নজর থাকবে। স্টোকসের সঙ্গে তর্কাতর্কির জন্য তামিম চটে থাকবেন স্বাভাবিক। তার ভেতরও ইংল্যান্ডকে উড়িয়ে দেয়ার জেদ থাকবে। কিন্তু সেই জেদে যেন ব্যাটিংটায় কোন প্রভাব না পড়ে, সেদিকেই খেয়াল রাখতে হবে। ব্যাটিংটা ভাল হলে মাঠেই সবকিছুর জবাব দেয়া হয়ে যাবে। না হলে দলওতো বিপাকে পড়বে। আর দল বিপাকে পড়লে হারওতো হতে পারে। তাহলে সিরিজ হারই হয়ে যাবে। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা অবশ্য বলেছেন, ‘আমরা জিততে অবশ্যই মরিয়া থাকব। আমরা খেলতেই এসেছি। আমাদেরও চেষ্টা থাকবে জেতার। তবে যদি বাইরের কিছু নিয়ে কেউ জিততে চায়, আমি বলব স্রেফ অপ্রয়োজনীয় চাপ নেয়া হবে। আমি মনে করি আমাদের খেলাটা নরমাল খেলতে পারলেই হবে। অন্য কিছু ভাবছি না।’ ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী অবশ্য ম্যাচটির উত্তাপ টের পাচ্ছেন। তাইতো বলেছেন, ‘আমার মনে হয় দুই দলই জ্বলে উঠতে চাইবে। আগের চেয়ে দুইদলই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইবে। বাংলাদেশ ঘরের মাঠে শেষ ৬টি সিরিজ হারেনি। আমরা যে কোন মূল্যে তাদের হারাতে চাই। আমি জানি, আমাদের খেলোয়াড়রা বিশেষ করে আমাদের অধিনায়ক এই ম্যাচটি যে কোনভাবেই জিততে চাইবেন।’ দুইদলের ক্রিকেটারদের অবস্থা এখন একই। প্রথম ওয়ানডেতে ২১ রানে হারের পর ইংলিশ ক্রিকেটাররা ফুরফুরে মেজাজে ছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানে হারের পর সেই মেজাজ ফুরিয়ে যায়। উল্টো বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায়। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে বাটলারের তেড়ে আসা, তামিমের সঙ্গে স্টোকসের তর্কাতর্কি তৃতীয় ওয়ানডের আগে উত্তেজনা ছড়িয়ে দেয়। ক্রিকেটারদের গায়ে যেন আগুন জ্বলছে। যে আগুন নেভানোর জন্য উত্তম পথ হলো সিরিজ জিতে নেয়া। সেই আগুন লড়াই আজ। বৃষ্টি কোন বাধা তৈরি না করলে সিরিজের ফয়সালাও হয়ে যাবে আজ।
×