ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে কলম্বিয়া সরকার

প্রকাশিত: ০৫:০৭, ১২ অক্টোবর ২০১৬

বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করবে কলম্বিয়া সরকার

কলম্বিয়া সরকার ও দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) আগামী ২৭ অক্টোবর ইকুয়েডরের রাজধানীতে শান্তি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস ‘সার্বিক শান্তির’ পূর্বাভাস দিয়েছেন। খবর এএফপির। সোমবার কারাকাসে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা শুরু হলে উভয়পক্ষ শান্তির জন্য একটি উপযোগী পরিবেশ সৃষ্টি করতে তাদের সাধ্যমতো সবকিছু করার অঙ্গীকার করেছে। ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি সরবরাহ করে। সান্তোস বলেন, ‘ইএলএন’র সঙ্গে সশস্ত্র সংঘাত বন্ধে গত তিন বছর ধরে আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এখন ইএলএন’র সঙ্গে সামনের দিকে এগোচ্ছি। আমরা পুরোপুরি শান্তি প্রতিষ্ঠা করতে পারব। রেডক্রস জানিয়েছে, সরকারের সঙ্গে শান্তি আলোচনার ঘোষণা দেয়ার আগে ইএলএন এক বেসামরিক জিম্মিকে মুক্তি দেয়। এ নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয় জিম্মির মুক্তি দিল বিদ্রোহী এ সংগঠন। দেশটিতে সবচেয়ে বড় বিদ্রোহী সংগঠন রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সঙ্গে সরকারের আলোচনার পাশাপাশি গত মার্চে কলম্বিয়া ও ইএলএন শান্তি আলোচনা শুরু করতে সম্মত হয়। কাশ্মীরে আধাসামরিক বাহিনীর গাড়িতে গ্রেনেড হামলা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শোপিয়ানে মঙ্গলবার আধাসামরিক বাহিনীর একটি গাড়িবহরে ‘সন্ত্রাসীদের’ গ্রেনেড হামলায় বাহিনীটির এক সদস্যসহ সাত বেসামরিক নাগরিক আহত হয়েছেন। খবর এনডিটিভির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিক্ষিপ্ত গ্রেনেডটি লক্ষ্যচ্যুত হয়ে সড়কে পড়ে বিস্ফোরিত হয়। আহতদের অধিকাংশই শিশু বলে জানিয়েছেন তারা। কাশ্মীরের পাম্পোরে সরকারী একটি ইনস্টিটিউটে অবস্থান নেয়া ‘সন্ত্রাসীদের’ সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলকালেই গ্রেনেড হামলার এ ঘটনা ঘটল। পাম্পোরে সোমবার সকালে শুরু হওয়া গোলাগুলি মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। ‘সন্ত্রাসীদের’ অবস্থান নেয়া ভবনটি ‘বাঙ্কারের মতো সুরক্ষিত’ আশ্রয়স্থল হয়ে ওঠায় অভিযানে এত সময় ব্যয় হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।
×