ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সম্পর্ক স্বাভাবিক করতে পুতিন এরদোগান মতৈক্য

প্রকাশিত: ০৫:০৫, ১২ অক্টোবর ২০১৬

সম্পর্ক স্বাভাবিক করতে পুতিন এরদোগান মতৈক্য

সাগরের তলদেশ দিয়ে গ্যাস পাইপলাইন নির্মাণে বড় ধরনের একটি প্রকল্পের বিষয়ে চুক্তি করেছে তুরস্ক ও রাশিয়া। সিরিয়ার যুদ্ধে একসঙ্গে কাজ করারও ইঙ্গিত দিয়েছে দেশ দুটি। খবর ইয়াহু নিউজের। রাশিয়ার একটি যুদ্ধবিমান তুরস্ক গুলি করে ভূপাতিত করার প্রায় এক বছর পর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে এ দুই দেশ। ইস্তানবুলে সফররত রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সোমবার বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। দুই নেতার আলোচনায় জ্বালানি চুক্তি, বাণিজ্য ও পর্যটন বিষয়ে সমঝোতা, প্রতিরক্ষা ও সিরিয়ার যুদ্ধের প্রসঙ্গ স্থান পায়। সিরিয়ায় রাশিয়া ও তুরস্ক পরস্পর বিপরীত দুটি পক্ষকে সমর্থন দিচ্ছে। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, ‘রুশ-তুর্কি সম্পর্ক স্বাভাবিক করার পথে মিত্রতা দ্রুতগতিতে এগিয়ে যাবে, এ বিষয়ে পুরো আত্মবিশ্বাস আছে আমার।’ উভয় দেশের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক নাজুক হয়ে পড়ায় এবং উভয়ের অর্থনীতি সঙ্কটের মধ্যে থাকা অবস্থায় ন্যাটো সদস্য তুরস্ক ও ন্যাটোবিরোধী রাশিয়া পরস্পরের সঙ্গে সম্পর্ক উষ্ণ করে তুলছে। গত বছর সিরিয়ার তুর্কি সীমান্তে একটি রুশ বোমারু বিমানকে গুলি করে ভূপাতিত করেছিল তুরস্ক। তারপর দুইপক্ষের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হলেও তুরস্কে অভ্যুত্থান চেষ্টার পর পরিস্থিতি পাল্টে যায়। সংবাদ সম্মেলনে পুতিন জানান, তুর্কি থেকে আমদানি করা কিছু খাদ্যদ্রব্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করার ক্ষেত্রে কাজ করতে তারা দুজন একমত হয়েছেন। তাদের সই করা তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইন চুক্তির ফলে ইউরোপের জ্বালানি (গ্যাস) বাজারে মস্কোর অবস্থান আরও দৃঢ় হবে এবং রাশিয়ার জ্বালানি ইউক্রেন হয়ে ইউরোপে প্রবেশ করার প্রধান পথটি বন্ধ করে দিতে পারবে। পুতিনের সঙ্গে বৈঠকে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এরদোগান। তারা উভয়েই সিরিয়ার আলেপ্পো শহরে ত্রাণ সরবরাহের গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন বলে জানান তিনি। এ বিষয়ে এরদোগান বলেন, ‘এ বিষয়ে (সিরিয়া) আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, তা নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আলেপ্পোতে মানবিক ত্রাণের বিষয়ে।
×