ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলে ট্রাম্পবিরোধী হওয়া

প্রকাশিত: ০৫:০৪, ১২ অক্টোবর ২০১৬

দলে ট্রাম্পবিরোধী হওয়া

যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা হোয়াইট হাউস, সিনেট ও সম্ভবত প্রতিনিধি পরিষদও হারাতে পারেন বলে ঝুঁকির মুখে পড়ে প্রকাশ্য কোন্দলে জড়িয়ে পড়েছেন। তারা নারীদের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের অশ্লীল মন্তব্য সংবলিত ডিভিও প্রকাশিত হওয়ার দুর্দশা এখনও কাটিয়ে উঠতে পারছেন না। প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান সোমবার প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্নœ করেন। তিনি পরিষদে দলীয় সদস্যদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তাদের যা করা দরকার তাই করতে বলেন। তিনি এ কথাও বলেন, তিনি তাদের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারেও অংশ নেবেন না বা তার সমর্থনে বক্তব্যও রাখবেন না। তিনি বলেন, তিনি প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে মনোনিবেশ করবেন। যদি ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি নবেম্বরে জয়ী হন এবং তার দল সিনেটের নিয়ন্ত্রণ গ্রহণ করে, তা হলেও যেন হিলারি অবাধ ক্ষমতার অধিকারী না হয়ে উঠতে পারেন, রায়ান তা নিশ্চিত করতে চান বলেও জানান। ঘটনাপ্রবাহ রিপাবলিকান পার্টির বিশৃঙ্খল অবস্থাই তুলে ধরছে। কোন প্রেসিডেন্ট পদপ্রার্থী তার দলের কংগ্রেস নেতৃত্বের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার দৃষ্টান্ত সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে দেখা যায় না । একেবারে ১৯৬৪ সালে এমন এক দৃষ্টান্ত দেখা যায় তখন রিপাবলিকান প্রার্থী ব্যারি গোল্ডওয়াটার দলের ভেতর দীর্ঘস্থায়ী বিভেদ সৃষ্টি করেছিলেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটির (আরএনসি) অনেক সদস্য ও অন্যান্য ট্রাম্প সমসর্থকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা ট্রাম্পের পাশে না দাঁড়ানোর জন্য তাদের নেতাদের কাপুরুষ বলে অভিহিত করেন। আরএনসি কমিটির আরিজোনা বিষয়ক সদস্য ব্রুস এ্যাশ ভবিষ্যদ্বাণী করেন যে, ঐ অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনকে আগামী মাসে তার পুনর্নির্বাচনের চেষ্টায় চড়া মূল্য দিতে হবে। ম্যাককেইন শনিবার ট্রাম্পের ওপর থেকে তার অনুমোদন প্রত্যাহার করে নেন। সোমবার এ্যাশ বলেন, জন ম্যাককেইন সম্ভবত তার পুনর্নির্বাচনে হেরেই গেছেন। রায়ানও তার দলীয় কিছু প্রতিনিধি পরিষদ সদস্যের প্রতিশোধস্পৃহার মুখে পড়েছেন। তাদের অনেকের এলাকাতেই বহু ট্রাম্প সমর্থক রয়েছেন। এর ফলে তার দল প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ধরা হলেও রায়ানের ২০১৭ সালে স্পীকার পদে পুনর্র্নির্বাচিত হওয়ার পথ জটিল হতে পারে। রিপাবলিকান দলীয় প্রতিনিধি পরিষদ সদস্য ডানা রোহরাবাকার বলেন, আমাদের প্রার্থীর বদনাম করা গ্রহণযোগ্য নয়। রায়ান ট্রাম্পের পক্ষ সমর্থন করবেন না বা তার সঙ্গে প্রচার চালাবেন না বলে শোনার পর ডানা ঐ কথা বলেন। তিনি বলেন, যদি আপনি আপনার প্রার্থী নিয়ে মন্দ কথা বলেন, তবে আপনি অন্য পক্ষে যোগদিতেও পারেন। আরএনসি দফতরের বাইরে ট্রাম্পপন্থী প্রতিবাদীদের সমাবেশ চলার সময় রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রিন্স প্রিবাস সোমবার বিকেলে কনফারেন্সকালে মিডিয়ার খবর উড়িয়ে দিয়ে আরএনসির ১৬৮ সদস্যকে আশ্বাস দেন যে, কমিটি ট্রাম্পকে পরিত্যাগ করছে না। নির্বাচনের দিন এখনও প্রায় এক মাস দূরে। ফলে এ বছরের অনিশ্চিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আরও অনেক বাঁকা মোড় নিতে পারে। কিন্তু সাম্প্রতিক দিনের ঘটনাটি একটি দল ভেঙ্গে পড়ার দৃশ্যই তুলে ধরে, যে দলকে নবেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটন ও তার কোটি কোটি ডলার ব্যয়ে গড়ে তোলা সংগঠনের মোকাবেলা করার জন্য যথাসময়ে একতাবদ্ধ করার মতো কোন সুস্পষ্ট নেতা নেই। অশোভন ট্রাম্প টেপ প্রকাশের প্রভাব পরিমাপ করতে সোমবার ওয়াল স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজের চালানো এক জরিপে ট্রাম্পকে বিচ্ছিন্ন করার রাজনৈতিক মূল্য কি হতে পারে, তা তুলে ধরা হয়। জরিপে দেখা যায়, রিপাবলিকানদের দুই-তৃতীয়াংশ জানান যে, ভিডিওকে কেন্দ্র করে রিপাবলিকান কর্মকর্তাদের প্রার্থী পরিত্যাগ করা উচিত নয়। ভিডিওতে ট্রাম্পকে নারীদের নিয়ে কুৎসিত কথাবার্তা বলতে শোনা যায়। অনেক রিপাবলিকান আইনপ্রণেতা বলেন, তারা সিদ্ধান্ত নিতে রবিবারের বিতর্ক অনুষ্ঠান পর্যন্ত অপেক্ষা করবেন। সেই অনুষ্ঠানে ট্রাম্প ভিডিওতে তার মন্তব্যের জন্য সংক্ষেপে ক্ষমা চান এবং তারপর হিলারির স্বামীর ব্যভিচার থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় তার ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার পর্যন্ত বিভিন্ন বিষয়ে হিলারিকে আক্রমণ করেন। ট্রাম্পের ভূমিকা কোন কোন ভোটারের কাছে ক্লান্তিকর মনে হলেও এতে তার মূল সমর্থকরা উদ্দীপ্ত হয়েছেন। Ñওয়াল স্ট্রিট জানার্ল।
×