ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে বখাটেদের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ০৮:৩১, ১১ অক্টোবর ২০১৬

মুন্সীগঞ্জে বখাটেদের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ির পুরা গ্রামে বখাটেদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছে। নিহত ফয়সাল ঢালী (২২) সদর উপজেলার ঢালীকান্দির নোয়াদ্দা গ্রামের নজরুল ঢালীর পুত্র। ফয়সাল সরকারী হরগঙ্গা কলেজে থেকে এবার এইচএসসি পাস করেছে। আহত শাহিদুল ইসলাম (২২), আকাশ মিয়া (২২) ও মোহাম্মদ মাসুমকে (২২) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতা হামলাকারী মিরাজ মিয়াকে (২৩) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। জানা জানায়, নোয়াদ্দা গ্রামের কয়েক বন্ধু মিলে পাশের পুরা গ্রামে পূজা দেখে ফিরছিল। এ সময় প্রেমঘটিত এবং পূর্বের মারামারির জের ধরে মিরাজ তার বন্ধু সম্রাট ও দীপুসহ কয়েক বখাটে যুবককে নিয়ে নির্জন রাস্তায় তাদের ওপর হামলা চালায় এবং চার বন্ধুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত চারজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন এবং তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাঃ সাবিদ ইবনে আব্দুল্লাহ জানান, ফয়সালের পেটে ছুরিকাঘাতের কারণেই মারা গেছে। হাসপাতালে আসার আগে ঘটনাস্থলে বা পথে সে মারা যায়। টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসাইন জানান, একাদশ শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ফয়সালের প্রেম ছিল। কিন্তু মিরাজও ওই ছাত্রীকে পছন্দ করত। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। মিরাজ এলাকায় বখাটে হিসেবে পরিচিত।
×