ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ কর্মীসহ তিন খুন ॥ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:১৫, ১১ অক্টোবর ২০১৬

যুবলীগ কর্মীসহ তিন খুন ॥ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ যশোরে খুন হয়েছে যুবলীগ কর্মী। গাজীপুরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড়ভাই। কক্সবাজারে পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছে যুবক। অপরদিকে মাদারীপুর ও খুলনায় পুলিশ উদ্ধার করেছে তিন লাশ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : যশোর ॥ চুরামনকাঠিতে প্রতিপক্ষের গুলিতে এজাজ হোসেন (৪৫) নামে যুবলীগ কর্মী খুন হয়েছেন। দেড় বছর আগে একই সন্ত্রাসীদের হাতে মাছের ঘেরের বিরোধে খুন হয়েছেন এজাজের বড়ভাই শহীদুল ইসলাম। সোমবার সকালে ছাতিয়ানতলা ও খিতিবদিয়ার মাঝামাঝি স্থানে মল্লিক বাড়ির প্রাচীরের পাশে ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের গতিরোধ করে মাথার বাম পাশে গুলি করে এজাজকে হত্যা করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আগে থেকেই সন্ত্রাসী মল্লিক বাড়ির প্রাচীরের কাছে ওতপেতে ছিল। এজাজ মোটর সাইকেলে মুলা নিয়ে চুড়ামনকাঠি বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে বাড়ির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার। এজাজের ভাই বাদল হোসেন জানান, সকাল ৮টার দিকে এজাজ ক্ষেত থেকে মুলা নিয়ে চুড়ামনকাঠি বাজার বিক্রি করতে যাচ্ছিলেন। গাজীপুর ॥ শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার ঢাকার বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ছোটভাই শারফুল ইসলামকে (২৭) ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নিহতের নাম শাহ্জাহান মিয়া (৩৫)। নিহতের স্ত্রী সুমি আক্তার জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মৃত কাজিম উদ্দিনের ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে বাড়িতে এসে কথাকাটাকাটির একপর্যায়ে বড়ভাই শাহজাহান মিয়ার মাথার বাম পাশে ছুরিকাঘাত করে ছোটভাই শারফুল। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ হাসপাতালে ও পরে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার শাহজাহানের মৃত্যু হয়। কক্সবাজার ॥ পেকুয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন মোক্তার হোসেন। রবিবার রাতে নাপিতারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মোক্তার। এ ঘটনায় জড়িত অভিযোগে বাদশাকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, মোক্তার রবিবার রাত ৮টায় পাওনা টাকা চাইতে ভায়রা ভাই বাদশার বাড়িতে যান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে আহত করে বাদশা। মাদারীপুর ॥ সোমবার বেলা ১১টার দিকে শিবচর পৌর বাজারের মা লক্ষী জুয়েলার্সের কারখানা থেকে কর্মচারী গৌতম বর্ধনের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। গৌতম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বানেরশ্বর গ্রামের সুশীল বর্ধনের ছেলে। সুকুমার কর্মকারের ওই স্বর্ণের কারাখানায় রাতে কাজ শেষে ঘুমিয়ে পড়ে গৌতম। সকালে অনেক ডাকাডাকির পর কারখানা না খুলায় সন্দেহ হলে তালা ভেঙ্গে তার
×