ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১৫, ১১ অক্টোবর ২০১৬

টুকরো খবর

ট্রেনে কাটা দু’যুবকের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সোমবার সকালে যশোরে পৃথকস্থান থেকে ট্রেনে কাটা দুই যুবকের মরদেহ উদ্ধার করে রেলপুলিশ। এরা হচ্ছেন যশোর সদরের চুড়ামনকাটি এলাকার দাউদ হোসেনের ছেলে শুকুর আলী (৩২) এবং বাগডাঙ্গা এলাকার মহিউদ্দিনের ছেলে সমির হোসেন (৩২)। জিআরপি যশোর ক্যাম্পের এএসআই রেজাউল ইসলাম জানান, সকালে খবর পেয়ে তারা লাশ দুটি উদ্ধার করেন। শুকুর আলীর লাশ চুড়ামনকাটি এলাকায় এবং সমীরের লাশ ছাতিয়ানতলা জামতলা রেললাইনের ধারে ছিল। তিনি বলেন, শুকুর পেশায় ভ্যানচালক এবং সমির ক্ষুদ্র ব্যবসায়ী। এরা দু’জনই মাদকাসক্ত। ভোরে ঢাকা থেকে খুলনামুখী চিত্রা ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তিনি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার মধ্যস্থতায় লাশ দুটি স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১০ অক্টোবর ॥ উপজেলা সদরে দামুড়হুদা (প্রাঃ) হাসপাতালে চিকিৎসা অবহেলায় রহিমা খাতুন (২৬) নামে দু’সন্তানের জননী মারা গেছেন। রহিমা খাতুন দামুড়হুদার নুতন বাস্তপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। রবিবার রাত ৮টায় সে মারা যায়। রোগীর মৃত্যুর খবর শুনে হাসপাতাল কর্তৃপক্ষ প্রধান দরজায় তালা লাগিয়ে সটকে পড়ে। এ হাসপাতালে রোগীর মৃত্যুর খবর পেয়ে স্থানীয় বাজারের শত শত লোকজন হাসপাতালের সামনে জড়ো হয়ে ওই হাসপাতাল ভাংচুর করে। মারা যাওয়া রহিমার বাবা মোহাম্মদ আলী জানান, রবিবার বিকেলে তার মেয়ের গল্ডব্লাডারে পাথর অপারেশনের জন্য দামুড়হুদা (প্রাঃ) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের মালিক জাহাঙ্গীর হোসেন তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নেয়। এরপর জাহাঙ্গীর হোসেন তাকে অপারেশনের জন্য তড়িঘড়ি শুরু করে। এ সময় রহিমার স্বামী বকতিয়ার হোসেন তার স্ত্রী শারীরিকভাবে দুর্বল থাকায় এ মুহূর্তে অপারেশন করতে অসম্মতি জানান ও দুই দিন পর অপারেশন করার কথা বলেন। হাসপাতালের মালিক জাহাঙ্গীর তার কথায় কর্ণপাত না করে স্বামীর অসম্মতিতে এদিন বিকেল ৪টার দিকে দর্শনার মর্ডান ক্লিনিকের মালিক ডাঃ তারিকুলকে এনে অপারেশন করিয়ে দেয়। এর ঘণ্টাখানেক পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ চুয়াডাঙ্গার দর্শনায় ডাঃ তারিকুলের মর্ডান ক্লিনিকে পাঠিয়ে দেয়। রোগীর অবস্থা আরও অবনতি হওয়ায় সেখান থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রহিমা মারা যায়। এ হাসপাতালে কয়েক দিনে তিন রোগী মারা যায়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু বলেন, প্রয়োজনীয় মেশিনপত্র না থাকায় সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করে অদক্ষ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর কারণে এ হাসপাতালে একের পর এক রোগী মারা যাচ্ছে। শেরপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ অক্টোবর ॥ বজ্রপাতে ২ কৃষক নিহত ও এক স্কুলছাত্রী আহত হয়েছে। সেই সঙ্গে মারা গেছে একটি গাভীও। রবিবার সন্ধ্যায় পৃথক বজ্রপাতের ঘটনায় ঝিনাইগাতীতে ২ কৃষক ও একটি গাভী মারা গেছে এবং নকলায় বজ্রপাতে বিজলী বেগম নামে এক স্কুলছাত্রী আহত হয়। নিহতরা হচ্ছেÑ ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় গ্রামের মৃত সিদ্দিক আলী ওরফে গেদা মিয়ার ছেলে সাদা মিয়া (৩৭) ও সদর ইউনিয়নের দড়িকালীনগর গ্রামের মৃত কছিমদ্দিন ম-লের ছেলে বছিরদ্দিন ম-ল (৬০)। চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এসএসসি পরীক্ষার বর্ধিত ফি প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়ন, দাফতরিক কাজে দীর্ঘসূত্রতার অবসানসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সোমবার সকালে সমিতির আঞ্চলিক শাখার পক্ষ থেকে বোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামের হাতে এই স্মারকলিপি তুলে দেয়া হয়। শিক্ষক সমিতি সূত্রে জানানো হয়, দাবি দাওয়ার মধ্যে আরও রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশের তিনমাসের মধ্যে পরীক্ষক ও নিরীক্ষকদের সম্মানি প্রদান, দাফতরিক কাজে শিক্ষা বোর্ডে আগত শিক্ষকদের জন্য পরিচয়পত্র প্রদান এবং শিক্ষাবোর্ড ভবনে ওয়েটিং রুম ও নামাজ ঘর স্থাপন। চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মুহিবুুর রহমান চৌধুরী ও সচিব এমএ ছাফা চৌধুরীর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার উপদেষ্টা ফরিদ আহম্মদ, সহ-সভাপতি আবদুস ছাত্তার মজুমদার, সাংগঠনিক সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ। বোর্ড চেয়ারম্যান দাবিসমূহ বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। চাঁদাবাজমুক্ত করতে মনিটরিং কমিটি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া ঘাট চাঁদাবাজমুক্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চাঁদাবাজ ধরতে ১৭ সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ’র সভাকক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় এই ঘোষণা দেয়া হয়েছে। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে এই সভায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল হাসান পিপিএমসহ জনপ্রতিনিধি, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বাস মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বাস শ্রমিক ইউনিয়ন, লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন। শিমুলিয়া ঘাট পুরোপুরি চাঁদাবাজ মুক্ত থাকবে। কেউ চাঁদা প্রদান ও গ্রহণ করতে পারবে না। এই লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট শক্তিশালী মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চাঁদাবাজির সঙ্গে কারও কোনরকম সংশ্লিষ্টতা থাকলে প্রচলিত আইনের আওতায় আনা হবে। চাঁদাবাজ মুক্ত শিমুলিয়া ঘাট মনিটরিং কমিটির প্রধান করা হয়েছে লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদারকে। বিদ্যুত কেন্দ্র দ্রুত নির্মাণ দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দ্রুত রামপালে তাপ বিদ্যুতকেন্দ্র নির্মানের দাবি এবং অপপ্রচারের প্রতিবাদে কচুয়া উপজেলায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে কচুয়া উপজেলা তাঁতী লীগের উদ্যোগে জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুর রেজা সেলিম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সাইফুল ইসলাম, শিকদার কামরুল হাচান কচি, হাবিবুর রহমান, শেখ ফজর আহম্মেদ, মিলন ফকির, কাওছার শেখ, এসকে শিমুল, সরদার মহিদুল ইসলাম, খন্দকার মিজানুর রজমান, নুরুল ইসলাম, মহিদুল ইসলাম মিল্টন প্রমুখ। ৫৩ কেজির বাঘাড় স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর পোর্ট রোডে সোমবার বিকেলে ৫৩ কেজি ওজনের একটি বাঘাড় মাছ বিক্রি করা হয়েছে। পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া এ মাছটি তুলতে ১০ জেলের কাজ করতে হয়েছে, যা বরিশাল নগরীর পোর্টরোডে নিয়ে আসেন শহিদুল ইসলাম নামের এক জেলে। পোর্টরোডে মাছটি নিয়ে আসলে ৫৩ হাজার টাকায় আড়তদার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা মাছটি ক্রয় করে ভাগ করে নিয়েছেন। অভয়নগরে ওসির শাস্তি দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোরের অভয়নগর থানার ওসির শাস্তি দাবি করেছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপিতে ওসির শাস্তি ছাড়াও সংগ্রাম কমিটির ‘ন্যায়সঙ্গত’ দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানানো হয়। স্মারকলিপিতে গত ৫ অক্টোবর শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় আন্দোলনরত পানিবন্দী মানুষ এবং সংগঠকদের ওপর পুলিশী হামলার বর্ণনা দিয়ে বলা হয়, ইতোপূর্বে সাধারণ মানুষের দাবি-দাওয়ার আন্দোলন দমনে পুলিশী নির্যাতনের এমন ঘটনা ঘটেনি। বলা হয়, পুলিশ বিনা উস্কানিতে জনতার ওপর বেধড়ক লাঠি চালিয়েছে। বাদ যায়নি নারী ও দুগ্ধপোষ্য শিশুরাও। পুলিশ বেছে বেছে আন্দোলনের প্রধান সংগঠকদের পিটিয়েছে। ১৭ হাজার জেলে পরিবারকে সহায়তা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাল ১২ অক্টোবর থেকে ২২ দিনের জন্য বন্ধ হচ্ছে সাগরে ইলিশ আহরণ। এ সময়ের মধ্যে মৎস্য আহরণকারী জেলেদের মধ্যে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মোট ১৭ হাজার ৫শ’ জেলে পরিবার পাবে এই সহায়তা। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক শামসুল আরেফিন। মা ইলিশ রক্ষায় সরকারী নির্দেশনা পুরোপুরি প্রতিপালনে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময়ে জেলেরা যেন সঙ্কটে না পড়ে সে জন্য পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে। দরিদ্রদের মাঝে অর্থ বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১০ অক্টোবর ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার সকালে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন তার নিজস্ব তহবিল থেকে হতদরিদ্রদের মাঝে টাকা বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি মশিউর রহমান ও উপ-পরিদর্শক কফিল উদ্দীন। সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন তার নিজস্ব তহবিল থেকে প্রায় ৫ হাজার হতদরিদ্রদের মাঝে ৬ লক্ষাধিক টাকা বিতরণ করেন। টাকা বিতরণকালে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়িতে কয়েকজন বৃদ্ধ ও বৃদ্ধা আহত হয়েছেন বলে জানা গেছে।
×