ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে অস্বীকারের জের

লক্ষ্মীপুরে বিএমএ সভাপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৬:১৪, ১১ অক্টোবর ২০১৬

লক্ষ্মীপুরে বিএমএ সভাপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১০ অক্টোবর ॥ বিএমএ’র সভাপতি ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ আশফাকুর রহমান মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে ডিগ্রী পরীক্ষার্থী ফারহানা আক্তার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আরও ৩জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। জেলা ও দায়রা জজ ড. একেএম আবুল কাশেম মামলাটি আমলে নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসেনকে তদন্ত করে পরবর্তী ধার্য তারিখের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়। এর আগে রবিবার দুপুরে ফারহানা আক্তার বাদী হয়ে সদর থানায় মামলা করতে গেলে থানায় ৬ ঘণ্টা বসিয়ে রেখে সন্ধ্যায় মামলার এজাহার পরিবর্তন করে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে ছিনতাইয়ের মামলা নিয়েছে পুলিশ। এ নিয়ে আদালতে এফিডেভিট দিয়েছেন বাদী ফারহানা আক্তার। মামলার বিবরণে জানা গেছে, বিএমএ’র সভাপতি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ভারপ্রাপ্ত ডাঃ আশফাকুর রহমান মামুন বিয়ের প্রলোভান দিয়ে ঢাকা শহরের হোটেল অবকাশ এবং সিলেটের সুরমা ভ্যালি রেস্ট হাউসসহ বিভিন্ন স্থানে জোর করে আমার সঙ্গে একাধিকবার দৈহিক মেলামেশা করে। এক পর্যায়ে গত বছরের ২৭ ডিসেম্বর ৩০ লাখ টাকা দেনমোহরে সিলেটে আশফাকুর রহমান মামুন ও আমার বিয়ে হয়। স্ত্রী হিসেবে পরিচয় দেয়া নিয়ে তার সঙ্গে কথাকাটাকাটি এবং কাবিননামা চাইলে সে আমাকে লক্ষ্মীপুরে না আসার জন্য বলে এবং এলে হত্যা করা হবে বলে হুমকি দেন।
×