ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌন নির্যাতনের অভিযোগ

প্রকাশিত: ০৬:১৪, ১১ অক্টোবর ২০১৬

যৌন নির্যাতনের  অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১০ অক্টোবর ॥ নারী স্কাউট লীডারকে যৌন নির্যাতন করার অভিযোগে দায়েরকৃত মামলায় জেলা স্কাউটের সহকারী পরিচালক লিয়াকত হোসেন ও সম্পাদক এলাহী ফারুখের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতের ভারপ্রাপ্ত বিচারক হুমায়ুন কবীর সোমবার এ আদেশ প্রদান করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি রফিক হাসনাইন গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জেলা স্কাউটের সহকারী পরিচালক লিয়াকত হোসেন ও সংগঠনের সম্পাদক ফারুখ এলাহির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করলে তদন্তের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামকে নির্দেশ প্রদান করা হয়। ম্যাজিস্ট্রেট অভিযোগকারী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে ভিকটিমকে ধর্ষণের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায়নি বলে প্রতিবেদন প্রদান করেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আদালতে ভিকটিম নারাজি আবেদন দাখিল করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামি লিয়াকত হোসেন ও ফারুখ এলাহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদেশে উল্লেখ করেছেন, ভিকটিমের অভিযোগ অনুসন্ধানকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৃহীত ৩ সাক্ষীর জবানবন্দী পর্যালোচনা করে দেখা গেল আসামির বিরুদ্ধে নালিশকারী ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন পূর্বক বিয়ের প্রলোভনে তার কর্মস্থল ঢাকা থেকে রংপুরে ডেকে এনে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ। নালিশকারীর জবানবন্দী, সাক্ষীদের সাক্ষ্য ও ঘটনার পারিপার্শি¦ক অবস্থা বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। অনুসন্ধানকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিস্থিতি সাক্ষীদের বক্তব্য অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।
×