ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মরদেহ উদ্ধার করা হয়।

প্রকাশিত: ০৬:১৩, ১১ অক্টোবর ২০১৬

মরদেহ উদ্ধার করা হয়।

খুলনা ॥ ডুমুরিয়া উপজেলার পৃথক দুটি স্থান থেকে পুলিশ নারীসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে। শোভনা ইউনিয়নের বাদুরগাছা মঠ মন্দিরের কাছে ঘ্যাংরাইল নদী থেকে রবিবার বিকেলে মাদারতলা ক্যাপ পুলিশ গৃহবধূ টুম্পা ম-ল (২৫) এবং সোমবার সকালে ধামালিয়া ইউনিয়নের বরুণা বাজার সংলগ্ন শ্মশান এলাকার শিরিশ গাছে ঝুলন্ত অবস্থায় মামুন (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে। গৃহবধূ টুম্পা ম-লকে হত্যার অভিযোগে সোমবার ডুমুরিয়া থানায় মামলা দায়ের হয়েছে এবং অপর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। জানা গেছে, মৃত টুম্পা রানী ম-ল মাগুরখালী ইউনিয়নের চন্ডীপুর গ্রামের সুরঞ্জন ম-লের মেয়ে। শরাফপুর ইউনিয়নের পরিমল গাইনের ছেলে প্রসেনজিৎ গাইনের (৩৫) সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে উঠার পর ২০১৫ সালের ৬ জুলাই তারা আদালতে এফিডেভিট করে বিয়ে করেন। মেয়েপক্ষ মেনে নিলেও ছেলের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। শ্বশুরবাড়িতে ঠাঁই না হওয়ায় টুম্পা বাবার বাড়িতেই ফিরে আসে। তবে গোপনে স্বামী-স্ত্রী প্রায়ই দেখা-সাক্ষাত হতো। গত শুক্রবার প্রসেনজিৎ স্ত্রী টুম্পাকে নিয়ে পূজাম-প ঘুরে দেখবে বলে মোবাইল ফোনে তাকে দেখা করতে বলে। স্বামীর ফোন পেয়ে টুম্পা ওই দিন বিকেল ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে আসে। রাতে সে আর বাড়ি ফিরে আসেনি।
×