ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:১২, ১১ অক্টোবর ২০১৬

টুকরো খবর

ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে সমাবেশ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ভোগডাঙ্গা বাসুরভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অভিভাবকদের মধ্য থেকে একরামুল হোসেন, টিপুল হোসেন, হজরত আলী, বিদ্যালয়ের শিক্ষার্থী ইতি আক্তার প্রমুখ। বক্তারা বলেন, ভোগডাঙ্গা পরমালি গ্রামের ৬০ বছরের লম্পট মোক্তার আলী গত ২৯ সেপ্টেম্বর দিনদুপুরে একই এলাকার হমিদুল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বাড়িতে প্রবেশ করে ১০ বছরের কন্যা ৪র্থ শ্রেণীর ছাত্রী হালিমা খাতুনকে ধর্ষণ করে। এ ব্যাপারে পরদিন হালিমার পিতা হামিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোন মামলা গ্রহণ কিংবা আসামি গ্রেফতার হয়নি। এসএম সুলতানের মৃত্যুবাষির্কী পালিত নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১০ অক্টোবর ॥ নানা কর্মসূচীর মধ্যদিয়ে এসএম সুলতানের ২২তম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে। সোমবার সকাল ৭টায় শিশুস্বর্গ শিল্পী সুলতানের বাস ভবন মাছিমদিয়ায় কোরান তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। জেলা প্রসাশন ও এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে চিত্রাপারের মাছিমদিয়া গ্রামে সুলতান কমপ্লেক্সে এ আয়োজন করা হয়। কোরানখানি ও মিলাদ মাহফিল,শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারত, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শিল্পী সুলতানের ২২তম মৃত্যু বাষির্কী পালিত হয়। নিহত গৃহবধূর পুনঃ ময়না তদন্তের দাবি স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের শিকার গৃহবধূ নিলুফা আক্তার তনুর পুনঃময়নাতদন্তের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তার বাবা, ভাইসহ এলকার বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, যৌতুকের কারণে স্বামীর নির্যাতনে তনুর মৃত্যু হলেও ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট উপজেলার শাহবাজপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে অন্তঃসত্ত্বা তনুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি হত্যার পর তাকে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় তনুর স্বামীসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তনুর স্বামীকে গ্রেফতার করলেও অন্য আসামিরা পালিয়ে বেড়াচ্ছে। মানববন্ধন শেষে এলাকাবাসী তনুর স্বামী আহম্মেদ আলীসহ হত্যায় জড়িতদের ফাঁসি এবং পুনরায় ময়নাতদন্তের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করে। অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ অক্টোবর ॥ আশুলিয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অন্তত ১৩শ’ পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সোমবার দুপুরে আশুলিয়া থানাধীন কবিরপুর বুড়িরটেক এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রকৌশলী ব্যবস্থাপক (বিক্রয়) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। সিদ্দিকুর রহমান জানান, কয়েক মাস আগে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় ৩০/৪০ হাজার টাকার বিনিময়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। সোমবার দুপুরে ওই এলাকার মাটি খুঁড়ে ২ ইঞ্চি ব্যাসার্ধের অনুমান তিন হাজার ১শ’ ফুট লোহার পাইপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লোহার পাইপগুলো ছিল অত্যন্ত নি¤œমানের। এ থেকে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক কিংবা জরিমানা করা হয়নি। তিতাস গ্যাসের ৪০ শ্রমিকের একটি টিম অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন কাজে অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলাম, মমতাজুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক আনিছুজ্জামান। আইনজীবীসহ ৮ জনের নামে মামলা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এ্যাভিডেভিটের মাধ্যমে নবম শ্রেণীর ছাত্রীর বয়স বাড়িয়ে ও কাগজপত্রে অন্যজনকে মা সাজিয়ে বিয়ে দেয়ার ঘটনায় যশোরে আইনজীবীসহ ৮ জনের নামে মামলা হয়েছে। সোমবার যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন স্কুলছাত্রীর মা নাছিমা বেগম। বিচারক মোঃ শাজাহান আলী মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য যশোর সিআইডি পুলিশকে আদেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট আমির হোসেন, অভয়নগর উপজেলার ভাংগাগেট এলাকার গোলাম কুদ্দুস, তার দুই স্ত্রী সোনিয়া বেগম ও লতিফা বেগম, তার ছেলে আল মামুন, গোলাম কুদ্দুসের দুই ভাই ইউসুফ শেখ ও ইয়াকুব আলী, আব্দুল মালেক শেখের মেয়ে জলি বেগম। বাদী মামলায় উল্লেখ করেছে, তার ১৩ বছর বয়সের মেয়ে অভয়নগরের আকিজ কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে লেখাপড়া করে। সকল আসামির উপস্থিতিতে এ্যাডভোকেট আমির হোসেন ওই মেয়েকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে এবং ভুল বুঝিয়ে ২০১৪ সালের ৬ জুন নোটারী পাবলিক যশোর থেকে বয়স বাড়ানো সংক্রান্ত এভিডেভিট করে। এ কাগজপত্রে মেয়েটির ছবি দেয়া হয়েছে এবং অন্য মহিলাকে তার মা সাজিয়ে বিবাহ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়েছে। যা এতদিন বাদীর অজানা ছিল। সম্পর্কের টানাপোড়েনের শিকার চেয়ারম্যান নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ অক্টোবর ॥ উপজেলা পরিষদের বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাদের বৈঠক সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহমুদ জামান। অপরদিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান জানান, বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত থাকতে দেয়া হয়নি। চীফ হুইপ আসম ফিরোজ এমপি নির্ধারিত সময় উপজেলা পরিষদ এলাকায় এলে তিনি তাকে অভ্যর্থনা জানিয়ে সভাকক্ষে নিয়ে যান। এরপর চীফ হুইপ তাকে সভায় উপস্থিত থাকতে নিষেধ করেন। উপজেলা চেয়ারম্যান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, বিধি অনুযায়ী তিনি সরকারের অংশ। পরিষদের প্রতিনিধিত্ব করেন। ওই সভায় তাকে থাকতে না দেয়ায় সংবিধান ও উপজেলা পরিষদের ধারা ও বিধানকে উপেক্ষা করা হয়েছে। চীফ হুইপ ও উপজেলা চেয়ারম্যান একই দলের লোক হলেও নানা কারণে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। খাদিজাকে হামলার বিচার দাবি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১০ অক্টোবর ॥ সিলেটের কলেজছাত্রী খাদিজার ওপর ছাত্রলীগ নেতা বদরুলের বর্বর হামলার প্রতিবাদ ও টঙ্গীতে প্রবাসী দেলোয়ারের খুনী পিচ্ছি হোসেন ও শূটার বাবুসহ সকল ঘাতককে দ্রুত বিচার আইনে বিচারের দাবিতে ভোলায় মানববন্ধন ও পথসভা করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম। সোমবার সকাল ১০টায় ভোলা জজকোর্টের সামনের রাস্তায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ মহিলা পরিষদ, কোস্টট্রাস্ট ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ শাহাজান, নারীনেত্রী হোসনেয়ারা বেগম চিনু, কোস্টট্রাস্টের সমন্বয়কারী মিজানুর রহমান। অস্ত্রসহ গ্রেফতার চার নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১০ অক্টোবর ॥ পুলিশী অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ১ টি বিদেশী রিভলবার ও ৯ রাউন্ড গুলিসহ চার অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের বীরপুর ও সদর উপজেলার হাজীপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলো বীরপুর এলাকার মিনহাজুল আবেদীন রিজভী, হাজীপুর এলাকার আমির হোসেন, মুন্না ও আঃ রশিদ। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার তার সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ম-পের জমি দখলকারীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা ভোলা, ১০ অক্টোবর ॥ ভোলায় শত বছরের ঐতিহ্যবাহী বিরেন্দ্র বিজয় রায় চৌধুরী বাড়ির দেবোত্তর সম্পত্তিতে প্রতিষ্ঠিত মন্দির ও দুর্গাপূজা ম-পের জমি দখলকারীকে গ্রেফতার এবং মন্দিরের পুরোহিতকে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে ভোলা পূজা উদযাপন পরিষদ ও দেবোত্তর সম্পত্তি রক্ষা কমিটি। সোমবার দুপুরে ভোলা সদর রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। এ সময় সনাতন ধর্মের শতাধিক নারী-পুরুষসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ,সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, অভিনাশ নন্দি, ধ্রুব হালদার, ভোলা পৌর আওয়ামী লীগের সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ,ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শান্ত ঘোষসহ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, তাদের পূজায় বাধা সৃষ্টি করা হচ্ছে। তারা জমি দখলকারী ইউনুস ও তার সহযোগীদের গ্রেফতার দাবিতে প্রতিদিন রাত ৭ টা থেকে ৮ পর্যন্ত সকল পূজাম-পে ১ ঘণ্টা আলোকসজ্জা বন্ধ রাখছে। বীজ ও সার বিতরণ নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১০ অক্টোবর ॥ কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে ইঁদুর নিধন অভিযান উপলক্ষে একটি র‌্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৯৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী। সড়ক দুর্ঘটনা রোধে সভা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১০ অক্টোবর ॥ কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও রাশেদ ফাউন্ডেশন ফর রোড সেফটি (্ইউআরএফআরএস) এর উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আতাহার হোসেন, মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন, কৃষি কর্মকর্তা ফখরুল আলম প্রমুখ।
×