ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুষ থেকে বিদ্যুত

প্রকাশিত: ০৬:০১, ১১ অক্টোবর ২০১৬

তুষ থেকে বিদ্যুত

ধানের তুষ থেকে বিদ্যুত উৎপাদনের পরিকল্পনা নিচ্ছে ভারত। পশ্চিমবঙ্গের খাদ্য দফতর সূত্রে এমনটাই বলা হয়েছে। ইতোমধ্যে খাদ্য দফতরে এ বিষয়ে একাধিকবার বৈঠকও হয়েছে। তবে বিদ্যুত অধিদফতরের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। গবেষণায় দেখা গেছে, ধান ছাঁটার পর যে তুষ পড়ে থাকে তার থেকে বিদ্যুত উৎপাদন করা সম্ভব। এই তুষ বেশিরভাগ সময়ই তেল উৎপাদনের জন্যই ব্যবহৃত হতো। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, এই বিষয়ে চিন্তভাবনা করা হয়েছে। বিদ্যুত দফতরের সঙ্গে এ বিষয়ে শীঘ্রই আলোচনায় বসা হবে। তারপর বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিদ্যুত উৎপাদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। যেখান থেকে ধান ঝাড়াই করে তুষ পাওয়া যাবে, সংশ্লিষ্ট ওই গ্রামেই উৎপাদিত বিদ্যুত সরবরাহের পরিকল্পনা রয়েছে খাদ্য দফতরের। এদিকে রেশন দোকানগুলোর ওপর নজরদারি আরও কড়াকড়ি করতে একাধিক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে ভিজিল্যান্স কমিটি। ১ সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভায় পাস হয়েছে, ‘পশ্চিমবঙ্গ খাদ্য নিরাপত্তা আইন ২০১৬’। গেজেটে চূড়ান্ত বিধি প্রকাশিত হওয়ার পর আগামী বিধানসভার অধিবেশনে তা পেশ করা হবে। সূত্র: ওয়েবসাইট
×