ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রক্তের খবর লেন্সে

প্রকাশিত: ০৬:০১, ১১ অক্টোবর ২০১৬

রক্তের খবর লেন্সে

শরীরে গ্লুকোজের পরিমাণ কমেছে না বেড়েছে, তা জানতে আর রক্ত পরীক্ষার প্রয়োজন নেই। কন্ট্যাক্ট লেন্সই জানিয়ে দেবে রক্তে গ্লুকোজের পরিমাণ। এমনটাই দাবি করছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। চোখের জল থেকে রক্তে গ্লুকোজের পরিমাণ যে জানা যায় না, তা কিন্তু নয়। রমন স্পেকট্রোস্কোপি পদ্ধতির মাধ্যমে এই পরীক্ষা সারা যেত। তার জন্য চোখের জল নিয়েই চলত পরীক্ষা-নিরীক্ষা। এবার আর তার দরকার হবে না। অপটিক্যাল সেন্সিংয়ের মাধ্যমে, রমন স্পেকট্রোস্কোপি ভিত্তি করে তৈরি এই কন্ট্যাক্ট লেন্স স্ক্যান করে ফল বলবে। কীভাবে চোখের জলকে স্ক্যান করবে এই লেন্স? এই ছোট্ট লেন্সটি তৈরি হয়েছে মড়ষফ-হধহড় রিৎব এবং মড়ষফ ভরষস দিয়ে। যার ফলে চোখের জলকে সহজেই প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে দেখা যাবে। ফলে ওই লেন্সই জানান দেবে কত পরিমাণ গ্লুকোজ আপনার শরীরে রয়েছে। রমন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে এমন মাল্টিসেন্সর লেন্স যদিও নতুন কিছু নয়। জানা যাচ্ছে, সম্প্রতি নাকি গুগলও এমন একটি খবর জানিয়েছে। তাদেরও বক্তব্য, এবার কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে জানা যাবে বহু শারীরিক তথ্য। সূত্র: ম্যাশএবল ডটকম
×