ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেবার পার্টির ছায়া মন্ত্রী হলেন টিউলিপ

প্রকাশিত: ০৫:৫৩, ১১ অক্টোবর ২০১৬

লেবার পার্টির  ছায়া মন্ত্রী  হলেন  টিউলিপ

বাংলানিউজ ॥ যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি নেতা জেরোমি করবিনের ছায়া সরকারে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন টিউলিপ সিদ্দিকী। সোমবার পুনর্গঠিত ছায়া সরকারে টিউলিপকে ‘শ্যাডো এডুকেশন’ দলের সদস্য হিসেবে নিয়োগ দেন করবিন। হ্যাম্পসটিড ও কিবলার্নর্ ামেন্ট সদস্য টিউলিপ ছায়া সরকারের শিক্ষামন্ত্রী এ্যাঞ্জেলা রেইনারের অধীনে শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন-এ কাজ করবেন। এর আগে টিউলিপ করবিনের প্রথম ছায়া সরকারের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মাইকেল ডাগারের ব্যক্তিগত সচিবের দায়িত্বে ছিলেন। নতুন করে ঢেলে সাজানোর পর জেরোমি করবিন ছায়া সরকারেও পরিবর্তন আনেন। এতে তিনি নতুন ২১ জন পার্লামেন্ট সদস্যকে অন্তর্ভুক্ত করেন। এদের মধ্যে ১৪ জন নারী এবং ৪ জন কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু সম্প্রদায়ের। উল্লেখ্য, ২০১৫ সালে ব্রিটিশ সংসদ সদস্যপদ লাভের পর থেকে দেশটির সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে এই দায়িত্ব পাওয়ার পর তার লক্ষ্য দেশটির প্রি-স্কুল শিশুদের সপ্তাহে কমপক্ষে ৩০ ঘণ্টা বিনামূল্যে ‘চাইল্ড কেয়ার’ সেবা প্রদান করা।
×