ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেঙ্গল পলি পেপার সেকের আইপিও রোডশো অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:৩২, ১১ অক্টোবর ২০১৬

বেঙ্গল পলি পেপার সেকের আইপিও রোডশো অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে পুঁজিবাজারে আসার জন্য বেঙ্গল পলি এ্যান্ড পেপার সেক লিমিটেডের রোডশো গত ৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিস এ্যান্ড এক্সেঞ্জ কমিশনের অনুমতি সাপেক্ষে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৫৫ কোটি টাকা উত্তোলন করবে যার সিংহভাগ অর্থ কোম্পানির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নতুন প্রকল্প স্থাপনের জন্য ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার ও রেজিস্ট্রার টু দ্য ইস্যু হিসেবে যথাক্রমে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যনেজমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করছে। উক্ত অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, পরিচালক হুমায়ুন কবির, ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খানসহ বেঙ্গল পলি এ্যান্ড পেপার সেক, আইডিএলসি ও আইসিবির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, পোর্টফলিও ম্যানেজমেন্ট, এসেট ম্যানেজমেন্ট, স্টক ডিলার, ব্যাংক, ইন্স্যুরেন্স ও স্টক এক্সেঞ্জের প্রতিনিধিরা অংশ নেন। বেঙ্গল পলি এ্যান্ড পেপার সেক লিমিটেড বেঙ্গল গ্রুপের একটি প্রতিষ্ঠান যা ৩ সেপ্টেম্বর ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১০০ কোটি ও ২৮ কোটি টাকা। বেঙ্গল পলি এ্যান্ড পেপার সেক লিমিটেড ৩ ধরনের পিপি ওভেন ব্যাগ যথা সিমেন্ট ব্যাগ, হোয়াইট ব্যাগ ও ঋওইঈ ব্যাগ প্রস্তুত করে। যার মধ্যে ঋওইঈ ব্যাগ শতভাগ বিদেশে রফতানি করা হয় যা জাম্বু ব্যাগ নামে বিশেষ পরিচিত। ৩০ জুন ২০১৬ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় ও নিট সম্পদ মূল্য যথাক্রমে ২.৭১ টাকা ও ৩৮.৬৮ টাকা।
×