ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবেম্বর আসছে বিশ্বের প্রথম ট্যাঙ্গো স্মার্টফোন

প্রকাশিত: ০৪:৩১, ১১ অক্টোবর ২০১৬

নবেম্বর আসছে বিশ্বের প্রথম ট্যাঙ্গো স্মার্টফোন

অবশেষে নবেম্বরেই হয়ত অবমুক্ত হচ্ছে বিশ্বের প্রথম ট্যাঙ্গো স্মার্টফোন লেনোভো ‘ফ্যাব ২ প্রো’। গুগলের সহযোগিতায় এআর এবং ভিআর প্রযুক্তিতে তৈরি এই ফ্যাব এতটাই দক্ষ যে চারপাশের অবস্থা উপলব্ধি করা এবং ত্রিমাত্রিক পদ্ধতিতে চিত্র ধারণ করতে পারে। বর্তমানে অভাবনীয় এমন প্রযুক্তির মাধ্যমে জানা, কেনাকাটা সবই সম্ভব হচ্ছে। গুগলের প্রজেক্ট ট্যাঙ্গো মেশিন ভিশন প্রযুক্তির ব্যবহারের ফলে ব্যবহারকারীর অঙ্গভঙ্গি অনুসরণ, ঘরের দরজা জানালার স্থান এবং মানুষের উপস্থিতি বুঝতে পারে ডিভাইসটি। তবে পণ্যটি প্রকাশে বিলম্ব করা হচ্ছে। কেননা গেল সেপ্টেম্বরে ফ্যাব ২ এর আনুষ্ঠানিক প্রকাশের কথা থাকলেও নীরবেই অবমুক্তি স্থগিত করে প্রতিষ্ঠানটি। কিন্তু ঘোষণাকালে আগস্টে অনলাইন স্টোরে এবং সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক বাজারে ফ্যাব ২ পৌঁছবে বলে প্রত্যাশা করা হয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার বিডিটিকেটস’র ‘টিকেট কিনুন জার্সি জিতুন’ ক্যাম্পেন টিকেট কিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি জেতার সুযোগ নিয়ে এসেছে অনলাইন টিকেটের প্লাটফর্ম বিডিটিকেটস ডটকম। ‘টিকেট কিনুন জার্সি জিতুন’ শিরোনামে এ ক্যাম্পেন গত ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১ নবেম্বর-২০১৬ পর্যন্ত। ক্যাম্পেন চলাকালে বিডিটিকেটস থেকে একসাঙ্গে কিংবা পৃথকভাবে তিনটি টিকেট কিনে প্রতিদিন প্রথম পাঁচজন পাবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি। প্রতিদিনের বিজয়ীদের নামের ঘোষণা বিজয়ীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কোন গ্রাহক একবার বিজয়ী হলে পুনরায় এ ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারবেন না। যে কোন মোবাইল অপারেটরের গ্রাহকরা এ ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারবেন। ৭ থেকে ১৬ নবেম্বরের মধ্যে বিজয়ীদের জার্সিগুলো দেয়া হবে। বিডিটিকেটসের মাধ্যমে ঘরে বসেই বাস, লঞ্চ এবং মুভির টিকেট কেনা যায়। Ñবিজ্ঞপ্তি
×