ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাশরাফি ও সাব্বিরের জরিমানা

প্রকাশিত: ০৪:২৮, ১১ অক্টোবর ২০১৬

মাশরাফি ও সাব্বিরের জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ একাই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক জস বাটলার। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভয়ঙ্কর বোলিংয়ে যখন বাংলাদেশের দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। সেই অবস্থা থেকে দলকে ভালভাবেই টেনে তুলছিলেন বাটলার। তাকে এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। যদিও এটা ফিল্ড আম্পায়ার প্রথমে আউট দেননি, কিন্তু ডিআরএস প্রযুক্তিতে বাটলার আউট হয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ শিবির। সে সময় সাব্বির রহমান বাজে অঙ্গভঙ্গিসহ কটূক্তি করেছিলেন বাটলারকে উদ্দেশ্য করে। আর তখনই বিত-ার শুরু হয়, বাটলার অশালীন মন্তব্য করেন। শেষ পর্যন্ত আম্পায়ারদের এগিয়ে আসতে হয়েছে। পরে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বিরকে ম্যাচ ফির ২০ ভাগ জরিমানা করেছেন মাত্রাতিরিক্ত উদযাপনের সময় প্রতিপক্ষকে রূঢ় আচরণে প্ররোচিত করার জন্য। সেই সঙ্গে নতুন নিয়মে ১টি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনজনই। বাটলারকে পরবর্তীতে এ ধরণের কর্মকা-ে না জড়ানোর জন্য সতর্ক করে দেয়া হয়েছে। শুরুর ধাক্কাটা সামলে ক্রমেই নিজেদের জয়ের আশাটা বাঁচিয়ে তুলছিলেন বাটলার-বেয়ারস্টো। ৭৯ ইনিংসের ২৮তম ওভারে ৫৭ বলে ৭ চারে ৫৭ রান করা অধিনায়ক বাটলারকেও তাসকিন শিকার করলেন এলবিডব্লিউর ফাঁদে ফেলে। তবে আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত প্রথমে তাকে নটআউট ঘোষণার পর রিভিউ চায় বাংলাদেশ। আর সেই রিভিউয়ে আউট হয়ে যান বাটলার। এতে করে প্রচ- উল্লাসে ফেটে পড়ে মাশরাফি বাহিনী। সেই উদযাপনটা একটু বেশিই ছিল বাংলাদেশ দলের। একই সময় সাব্বির অশ্লীল অঙ্গভঙ্গি ও কটূক্তি করেছেন যা বাটলারের মেজাজ বিগড়ে দিয়েছিল। তিনিও তেড়েফুঁড়ে এগিয়ে গেলে আম্পায়াররা এবং অধিনায়ক মাশরাফিসহ এগিয়ে আসেন মাহমুদুল্লাহ রিয়াদও। বিত-া অবশ্য বেশিদূর গড়াতে পারেনি আম্পায়ারদের মধ্যস্থতায়। কিন্তু ম্যাচ শেষে বিষয়টি ম্যাচ রেফারির কাছে রিপোর্ট করেছেন দুই আম্পায়ার। সেটা পর্যালোচনা করে সাব্বির ও মাশরাফিকে জরিমানা করেছেন রেফারি শ্রীনাথ। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশী খেলোয়াড়রা অত্যাধিক উদযাপন করেছে এবং এটা মাত্রাতিরিক্ত ছিল এবং প্রতিপক্ষকে প্ররোচিত করেছে মেজাজ হারিয়ে ফেলতে। তারা সবাই আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙেছেন। যেটা ১ মাত্রার সমান।’ তিনজনই ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের কাছে কৃতকর্ম স্বীকার করে নেন। নিয়ম অনুযায়ী অশালীন মন্তব্য, অঙ্গভঙ্গি বা কাউকে কোন কিছুতে উস্কে দেয়া হলেই এমন রায় দেয় আইসিসি। একইভাবে বাটলারের বিপক্ষে অশালীন মন্তব্যের অভিযোগ প্রমাণিত হয়েছে। এমন ঘটনার ফলে নতুন নিয়ম অনুযায়ী একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছে প্রত্যেকেই। ইতোমধ্যেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সময় কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেয়েছিলেন সাব্বির। তখনও ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। ফলে তার ডিমেরিট পয়েন্ট দাঁড়াল ৩। নতুন নিয়ম অনুসারে আগামী ২৪ মাসের মধ্যে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলেই শৃঙ্খলা ভঙ্গের তীব্রতা অনুসারে আইসিসির সিদ্ধান্তে দুয়েকটি ম্যাচ সাসপেন্ড হবেন সাব্বির।
×