ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জেতার আত্মবিশ্বাস বেড়েছে ॥ তাসকিন

প্রকাশিত: ০৪:২৭, ১১ অক্টোবর ২০১৬

জেতার আত্মবিশ্বাস বেড়েছে ॥ তাসকিন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ওয়ানডেতে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আর পারেনি বাংলাদেশ। ২১ রানে ইংল্যান্ডের কাছে হেরে যায়। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রবিবার ছিল সিরিজে সমতা আনার সুযোগ, হারলেই হাতছাড়া হবে সিরিজ। এমন একটি ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ৩৪ রানে জেতে সিরিজে ১-১ সমতায় আসার পর এখন আত্মবিশ্বাস তুঙ্গে টাইগারদের। টানা ৬ ওয়ানডে সিরিজ জয়ের পর এখন আরেকটি সিরিজ জয়ের আশা করছে ক্রিকেটাররা। সেজন্য তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে হবে বাংলাদেশকে। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সোমবার চট্টগ্রামে রওনা হওয়ার আগে পেসার তাসকিন আহমেদ জানালেন সামর্থ্য অনুসারে খেলতে পারলে ইংল্যান্ডকে হারিয়ে দিতে যথেষ্ট আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও দারুণ শুরু এনে দিয়েছিলেন বোলাররা। মাত্র ২৬ রানের মধ্যেই ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে শুরুটা তেমন সুবিধার হয়নি পেসার তাসকিনের। তরুণ এ উদীয়মান বোলার দলের শুরুটা দারুণ হলেও বল হাতে একেবারেই বাজে শুরু করেছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি নিজেকে আবার ফিরে পেয়েছেন। ফিরতি স্পেলে দুর্দান্ত বোলিং করে জনি বেয়ারস্টো, জস বাটলার ও ক্রিস ওকসের উইকেট তুলে নিয়েছেন। ৪৭ রানে ৩ উইকেট নিয়ে শেষ করেন তাসকিন। এ বিষয়ে তিনি বলেন, ‘ওরা সবাই পেসের বিপরীতে খুব শক্তিশালী ব্যাটসম্যান। আমি ও মাশরাফি ভাই খুব ভাল বল করতে পেরেছি। যদিও আমার প্রথম স্পেলের একটা ওভার খুব অনেক রান গিয়েছিল। ওখানে শর্ট বল দিয়ে ভিন্ন কিছু করতে চেয়েছিলাম। আসলে আমার শক্তির জায়গা পেস। জোরে বল করেই শেষ পর্যন্ত সফল হয়েছি।’ প্রথম স্পেলে তাসকিন ২ ওভারে ১৯ রান দিয়েছিলেন। কিন্তু ফিরতি স্পেলে এসে ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন তিন উইকেট। দারুণ একটি জয় তুলে নেয় বাংলাদেশ দল। দুর্দান্তভাবে তাসকিন ফেরাতেই দল এখন সিরিজে ১-১ সমতায় এসেছে। তাসকিনের বিষয়ে মাশরাফি বলেন, ‘আমাদের মধ্যে তখন অনেক বোলিং অপশন ছিল। বাটলার-বেয়ারস্টো ভাল ব্যাটিং করে ক্রমেই উইকেটে নিজেদের সেট করে ফেলছিল। এজন্য সাকিব-মুশফিককে ডেকেছিলাম যে কাকে বোলিংয়ে আনা যায়। সাব্বিরকে বোলিংয়ে আনার কথাও ভাবছিলাম। কিন্তু পরে আমি তাসকিনের ওপর ঝুঁকি নিয়েছি। যদিও সে প্রথম স্পেলে খারাপ করেছিল, কিন্তু অনেক গতি নিয়ে বল কওে সেজন্য ভাবছিলাম উইকেট আসতেও পারে। সেটাতে আমরা সফল হয়েছি এবং তাসকিন খুব ভালভাবে ফিরেছে। দারুণ বোলিং করে তিনটা উইকেট নিয়েছে।’ এবার সিরিজ জিততে পারে দু’দলের মধ্যে যে কেউ। দ্বিতীয় ওয়ানডে হারলে আর কোন সুযোগ থাকত না বাংলাদেশের। এ বিষয়ে তাসকিন বলেন, ‘এখন সিরিজটা আরও জমে গেছ। কোন সন্দেহ নেই যে ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। আমরা যদি সেরাটা খেলতে পারি, তবে সিরিজ জেতাটা সম্ভব।‘ তবে নিজেদের ফেবারিট মনে করছেন না তিনি। যদিও চট্টগ্রামে দলের অতীত পরিসংখ্যানটা বেশ ভাল। কিন্তু নিজেদের সামর্থ্যরে স্বাক্ষরটা ম্যাচে দেখানোর ওপরই নজর দিচ্ছে মাশরাফির দল। এ বিষয়ে তাসকিন বলেন, ‘আসলে ফেবারিট বলে এগোনো কঠিন। তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আশা করি সিরিজ জিততে পারব। রবিবার ম্যাচ জয়ে দলের মাঝে আত্মবিশ্বাস বেড়েছে অনেক।’
×