ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ড্রয়ের বৃত্ত ভাঙার মিশন আর্জেন্টিনার

প্রকাশিত: ০৪:২৬, ১১ অক্টোবর ২০১৬

ড্রয়ের বৃত্ত ভাঙার মিশন আর্জেন্টিনার

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাই ফুটবলে ড্রয়ের বৃত্ত ভাঙার মিশনে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে দিয়াগো ম্যারাডোনার দেশ টানা দুই ম্যাচ ড্র করেছে। হ্যাটট্রিক ড্র আটকাতে দশম রাউন্ডের ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে। আর্জেন্টিনা ধুঁকলেও দারুণ ছন্দে আছে ব্রাজিল। রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা টানা তিন ম্যাচ জিতে উড়ছে। এবার টানা চার জয়ের মিশনে সেলেসাওদের প্রতিপক্ষ স্বাগিতক ভেনিজুয়েলা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে। আগের ম্যাচে দেশের জার্সি গায়ে অনন্য রেকর্ড গড়া নেইমার ম্যাচটি খেলতে পারছেন না নিষেধাজ্ঞার কারণে। তিন হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কোপা আমেরিকার সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন চিলি আছে চরম বেকায়দায়। অব্যাহত ব্যর্থতার মাঝে থাকা দলটি বর্তমানে দক্ষিণ আমেরিকায় দশ দলের মধ্যে আছে সাত নম্বরে। নয় ম্যাচ থেকে থেকে মাত্র তিনটিতে জিতেছে, আর দুটিতে ড্র। বাকি চার ম্যাচেই হেরেছেন সানচেজ, ভিদালররা। পয়েন্ট মাত্র ১১। যে কারণে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট চিলি পাবে কিনা তা নিয়ে আছে সংশয়। চরম এই মন্দ সময় কাটাতে এবার জয় ছাড়া ভাবছে না দলটি। এ লক্ষ্যে দশম রাউন্ডে তাদের প্রতিপক্ষ পেরু। ম্যাচটি জেতার সংকল্পের কথা জানিয়েছেন চিলির মিডফিল্ডার মার্সেলো ডিয়াজ। এই ম্যাচটি মাঠে গড়াবে বুধবার ভোর সাড়ে পাঁচটায়। এই অঞ্চলের অপর দুই ম্যাচে মুখোমুখি হচ্ছে বলিভিয়া-ইকুয়েডর ও কলম্বিয়া-উরুগুয়ে। এদিকে ইউরোপীয় অঞ্চলের ম্যাচে আজ রাতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে নামছে জার্মানি ও ইংল্যান্ড। ‘সি’ গ্রুপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড। আর ‘এফ’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্বাগতিক সেøাভেনিয়া। আগের ম্যাচে মাল্টাকে ২-০ গোলে হারায় ইংলিশরা। আর জার্মানি ৩-০ গোলে উড়িয়ে দেয় চেক প্রজাতন্ত্রকে। দুটি দলই জয়ের অভিন্ন লক্ষ্যের কথা জানিয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে রীতিমতো উড়ছে ব্রাজিল ও উরুগুয়ে। কিন্তু অধিনায়ক মেসিকে ছাড়া ব্যর্থতার বৃত্তে আছে আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে নিজেদের মাঠে উরুগুয়ে ৩-০ গোলে হারায় ভেনিজুয়েলাকে। ব্রাজিল ৫-০ গোলে উড়িয়ে দেয় বলিভিয়াকে। ওই ম্যাচে এক গোল করে ব্রাজিলিয়ান তারকা নেইমারের দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে জিকোকে ছাড়িয়ে গেছেন। শুধু তাই নয়, দেশ ও ক্লাবের জার্সি গায়ে ৩০০ গোল করার কীর্তিও গড়েছেন বার্সিলোনা তারকা। কিন্তু ভেনিজুয়েলার বিপক্ষে খেলতে পারছেন না নেইমার। আগের ম্যাচে দুইবার এগিয়ে যেয়েও স্বাগতিক পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্জেন্টিনা। কলম্বিয়া ১-০ গোলে হারায় প্যারাগুয়েকে। আর ইকুয়েডরের কাছে ৩-০ গোলে হার মানে চিলি। আগের দুই ম্যাচ ড্র করলেও এবার ঘরের মাঠে জয়ের আশা করছেন আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউজা। তিনি বলেন, কোন দলকেই হাল্কাভাবে দেখার সুযোগ নেই। প্যারাগুয়েও পয়েন্টের জন্য খেলবে। তবে আমাদের লক্ষ্য একটাই, পূর্ণ তিন পয়েন্ট। আশা করছি মেসি না থাকলেও জিততে সমস্যা হবে না। বর্তমানে ৯ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে উরুগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। ১৬ পয়েন্ট আছে তিন দলের। তবে গোল গড়ে তিনে ইকুয়েডর, চারে কলম্বিয়া ও পাঁচে আর্জেন্টিনা। ১২ পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে ছয় নম্বরে।
×