ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উভয় বাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৬:৪৭, ১০ অক্টোবর ২০১৬

উভয় বাজারে সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে রবিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৬২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন দুই বাজারেই আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। রবিবার ডিএসইতে ৫৫৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭০ কোটি ৩৮ লাখ টাকা বেশি লেনদেন। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ০৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৫১ পয়েন্ট কমেছে। ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে ৭০ কোটি ৩৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, রবিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ২২ দশমিক ২৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩, কমেছে ২০২ এবং কোন পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বিএসআরএম লিমিটেড, সিঙ্গার বিডি, বিএসআরএম স্টিল, মবিল যমুনা, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আরগন ডেনিমস, এ্যাকমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড পাওয়ার এবং সোস্যাল ইসলামী ব্যাংক। অন্যদিকে রবিবার সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৩০ কোটি ৭০ লাখ টাকা। এর আগে গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকার বেশি। এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৫১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০২ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯, কমেছে ১৫২ এবং কোন পরিবর্তন হয়নি ১৯ কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, কেপিসিএল, পাওয়ার গ্রিড, এ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং সিঙ্গার বিডি।
×