ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দ হকের কবিতায় কণ্ঠ দেয়া আমার জন্য সৌভাগ্যের -ফাহমিদা নবী

প্রকাশিত: ০৬:৪৩, ১০ অক্টোবর ২০১৬

সৈয়দ হকের কবিতায় কণ্ঠ দেয়া আমার জন্য সৌভাগ্যের -ফাহমিদা নবী

সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। শুরু থেকে আজ অবধি তিনি বাংলা গানের মূল ধারাকে লালন করে চলেছেন। সদ্যপ্রয়াত সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হকের লেখা শেষ কবিতা নিয়েও গান গাইবার সুযোগ পেলেন গুণী এই শিল্পী। মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে সৈয়দ শামসুল হকের লেখা ‘মৃত্তিকার ঘন অন্ধকারে’ কবিতাটির সুর করেছেন সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। আর এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। এ সম্পর্কে কথা হয় তার সঙ্গে। সৈয়দ শামসুল হকের শেষ লেখায় কণ্ঠ দিলেন, কেমন লাগছে? ফাহমিদা নবী : এটা আমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যের বিষয় যে, হক চাচার লেখা শেষ কবিতাটি নিয়ে গানটি আমি গাইতে পেরেছি। অনেক ভাল লেগেছে। আমাকে গানটি গাইতে দেয়ায় নিজেকে সম্মানিত বোধ করছিলাম। তার মতো এমন একজন গুণী ব্যক্তিত্বের লেখায় আমার কণ্ঠ সম্পৃক্ত হবেÑ এটা আগে ভাবিনি। এতে তার প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান জড়িত ছিল। কবিতাটি কিসের ইঙ্গিত করে? ফাহমিদা নবী : মৃত্যুকে নিয়ে এ কবিতা। অসম্ভব সুন্দর এবং ভয়ঙ্কর এ কবিতা। গানটি গাওয়ার সময় অনুভব করার চেষ্টা করেছি যে, চাচা মৃত্যুকে কতটা কাছ থেকে দেখে কবিতাটি লিখেছেন। যেন একজন সৃষ্টিশীল মানুষ প্রশ্ন ছুড়ে দিয়ে চলে যান, তখন আসলে এর উত্তর খুঁজে বের করা খুব কঠিন। হক চাচা তার শেষ কবিতায় যে প্রশ্ন রেখে গেছেন তার উত্তর খুঁজে পাওয়া খুব কঠিন। শুরুতে গানের ভেতর প্রবেশ করতে পারছিলাম না। কিন্তু যখন গানের ভেতরে আমি হারিয়ে যাই তখন আমি আমার নিজেকে খুঁজে পাইনি। সৈয়দ শামসুল হককে যেভাবে দেখেছেন? ফাহমিদা নবী : যতবার আমার সঙ্গে তার দেখা হয়েছে, তিনি বলতেন তোমার ভেতর আমি তোমার বাবাকে দেখতে পাই। বাবা আর উনি প্রায় একই বয়সী। আমাদের দুই বোনের গান খুব পছন্দ করতেন। তিনি ঘরে বাইরে একইভাবে কথা বলতেন। আমাকে বলতেন, সব সময় সব কিছুতে চর্চা রাখতে হয়। উনার কথা শুনলে মনে হতো কিছু না কিছু শিক্ষা পেলাম। আপনি তো সেলিম আল দীনের শেষ লেখাতেও কণ্ঠ দিয়েছেন? ফাহমিদা নবী : সেলিম আল দীনের লেখা শেষ কবিতাটি নিয়েও গান গাইবার সৌভাগ্য হয়েছিল আমার। তার শেষ লেখা ‘আকাশ ও সমুদ্র অপার’ কবিতায় কণ্ঠ দিয়েছিলাম। তিনি ২০০৭ সালের দিকে আমাকে বলেছিলেন তার গানে কণ্ঠ দিতে হবে। ওটাও ছিল মৃত্যুকে নিয়ে লেখা। ১০টি গানেই আমি কণ্ঠ দিয়েছিলাম। আমাদের দেশে আধুনিক গানের অবস্থা কেমন? ফাহমিদা নবী : গানের অবস্থা কয়েক বছর আগেও যেমন ছিল এখনও তেমন আছে। সময়ের পরিবর্তনে ধারা একই কিন্তু রং বদলায় মাত্র। শ্রোতারা ভাল গান শুনতে চায়, কিন্তু তাদের সে সুযোগ থেকে বঞ্চিত করে তথাকথিত কিছু স্যাটেলাইট চ্যানেল। তারা ব্যয়বহুল কিছু রুচিহীন অনুষ্ঠান প্রচার করে, যা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। ডিজিটাল যুগে সবাই চায় ভাল মেলোডিয়াস মিউজিক ভিডিও। কিন্তু চ্যানেলগুলো এজন্য অর্থ ব্যয় করতে নারাজ। আপনার নতুন এ্যালবাম কবে আসবে? ফাহমিদা নবী : ‘এক আকাশের গান’ নামের একটি দ্বৈত এ্যালবাম ডিসেম্বরে প্রকাশ হবে বলে আশা করছি। এতে আমি ও সামিনা কণ্ঠ দিয়েছি। এ্যালবামের একটিমাত্র গানের রেকর্ডি বাকি রয়েছে। গানগুলো লিখেছেন জুলফিকার রাসেল এবং সুর করেছেন ওপার বাংলার শিল্পী নচিকেতা, কম্পোজিশন করেছেন পঞ্চম।-গৌতম পা-ে
×