ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসুস্থ সমাজ’

প্রকাশিত: ০৬:৪৩, ১০ অক্টোবর ২০১৬

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসুস্থ সমাজ’

স্টাফ রিপোর্টার ॥ মানব সভ্যতার চরম উৎকর্ষতার যুগ একবিংশ শতাব্দীতে এসেও বিশ্বের বিভিন্ন দেশে এখনও শ্রেণী বৈষম্য বিরাজমান। বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর বৃহৎ অংশই নি¤œ শ্রেণীর মানুষ। অথচ যারা তথাকথিত উপরতলার মানুষ তাদের মধ্যে এখনও সবাইকে মানুষ ভাবার সচেতন দৃষ্টিভঙ্গি অনুপস্থিত। এমন বিষয় বস্তু নিয়েই সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসুস্থ সমাজ’। রাজ্য মাল্টি মিডিয়ার প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রবিউল হাসান সোহেল। চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান লামিয়া, পপি, জলিল, রাতুল। সহকারী পরিচালক ছিলেন মোঃ আব্দুর রব, চিত্রগ্রহণে ছিলেন মোঃ আল আমিন। এই চলচ্চিত্রের চিত্রায়ণ করা হয়েছে যশোর অভয়নগর নওয়াপাড়াতে। এ প্রসঙ্গে নির্মাতা রবিউল হাসান সোহেল বলেন, সমাজে অনেক শিশু আছে যারা প্রতিদিন না খেয়ে দিন কাটাচ্ছে। ওরা যখন আমাদের কাছে হাত পাতে তখন আমরা ওদের সঙ্গে খারাপ আচরণ করে থাকি। ৭০০ কোটির এই বিশ্বে প্রতি ৭ জনের ১ জন অনাহারি থাকে। সেখানে উন্নয়নশীল তৃতীয় বিশ্বে ক্ষুধা দারিদ্র্য নিত্য সঙ্গী। অথচ আমরা একটু সচেতন হলে, মানসিকতার পরিবর্তন হলে ও মানবতাবাদী হলে এই অবস্থার সামান্যতম হলেও উন্নতি হতো। তিনি বলেন, আমরা বিনা কাজে মোবাইল ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছি, ফেসবুক চালাচ্ছি, ধূমপান করে নিজের ও অন্যের শরীরের ক্ষতি করছি, অহেতুক বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে টাকা নষ্ট করছি। আমরা কি পারি না ওদের একটু সাহায্য করতে? এই চলচ্চিত্রের মাধ্যমে সেই বারতাই দিতে চেয়েছেন তিনি। তবে চলচ্চিত্রের নামের ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
×