ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছোটদের জন্য একটি দিন

প্রকাশিত: ০৬:৩৮, ১০ অক্টোবর ২০১৬

ছোটদের জন্য একটি দিন

ঘুরে আসুন পছন্দের জায়গা থেকে: কর্মব্যস্ততার মাঝখানে সপ্তাহে বা মাসে একটি দিন বের করে আপনার ছোট ভাই বা বোনটিকে নিয়ে ঘুরে আসতে পারেন আপনার পছন্দের কোন জায়গা থেকে। চার দেয়ালের মাঝখান থেকে মুক্ত হতে পেরে তার ভেতরে যে একাকীত্ব, বিষণœতা ও পড়াশোনার প্রতি অনীহার যে ভাবটা রয়েছে তা দূর হয়ে যাবে নিমেষেই। রেরিযে পড়ুন শপিংয়ে : আপনার ছোট ভাই বা বোনটির একঘেয়েমি কাটানোর জন্য সময় করে একদিন বেরিয়ে যেতে পারেন শপিংয়ে। তার পছন্দের জিনিসপত্র কিনে দিতে পারেন ওই দিনটিতে। এতে সে ভেতরে ভেতরে এক প্রকার স্বাধীনতা অনুভব করবে। একঘেয়েমি ভাবটাও চলে যাবে। রাতের খাবার বাহিরে : কর্মব্যস্ততার কারণে দিনে সময় না পেলে যে কোন ছুটির দিনে রাতের খাবারটা খেতে পারেন পছন্দের কোন রেস্টুরেন্টে। খাবারের অর্ডার দিন তার পছন্দ মতো। এতে তার মন-মানসিকতায় পরিবর্তন আসবে। কিনে ফেলুন পছন্দের উপহার : অফিস থেকে বাসায় ফেরার পথেই আপনার আদরের ছোট ভাই বা বোনটির জন্য কিনে নিতে পারেন তার পছন্দের বা প্রয়োজনীয় জিনিসপত্র। তালিকায় রাখতে পারেন, ডাইরি, ভাল মানের কলম, কালার পেন্সিল, নানা রকম স্টিকার কিংবা শিশুতোষ কোন বই। আপনার হঠাৎ করে দেয়া এই উপহারে তার ভেতরে এক ধরনের উৎফুল্ল ভাব আসবে। মুভি দেখুন : মাসে বা সপ্তাহে একটা দিন বের করে আপনার আদরের ভাই বা বোনটির সঙ্গে মুভি দেখেও কাটিয়ে দিতে পারেন অন্যরকম একটি দিন। পছন্দের তালিকায় রাখতে পারেন কমেডিযান, শিশুতোষ, কার্টুন জাতীয় মুভি। পারিবারিক আড্ডায় : যে কোন দিন সময় করে আপনার ছোট ভাই বা বোনটিকে সঙ্গে রেখে মেতে উঠতে পারেন পারিবারিক আড্ডায়। আড্ডার মাঝখানে তাকেও কথা বলার বা মত প্রকাশের সুযোগ করে দিন। এতে তার একাকীত্ব ভাবটাও চলে যাবে।
×