ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ল্যাম্পশেডের যত্ন-আত্তি

প্রকাশিত: ০৬:৩৭, ১০ অক্টোবর ২০১৬

ল্যাম্পশেডের যত্ন-আত্তি

প্রথমেই বাল্ব এবং ল্যাম্পশেডে সংযুক্ত বৈদ্যুতিক তারটি সকেট থেকে খুলে নিন। পেপার ল্যাম্পশেড হলে নরম ব্রাশ দিয়ে সময় নিয়ে ময়লা ঝেড়ে ফেলুন, চাইলে ভ্যাকুয়াম ব্যবহার করতে পারেন। গুঁড়া সাবান মেশানো গরম পানিতে নরম কাপড় ভিজিয়ে, সেই কাপড় দিয়ে গ্লাসের ল্যাম্পশেড পরিষ্কার করুন। তারপর ঠা-া পানিতে কাপড়টি ভিজিয়ে পরিষ্কার করা শুরু করুন যতক্ষণ পর্যন্ত না সাবান ভালভাবে না ধুয়ে যায়। একইভাবে ফেব্রিক্সের ল্যাম্পশেডও পরিষ্কার করা যায়। পরিষ্কার করার সময় শেডটাকে আলতোভাবে ধরে পরিষ্কার করতে হবে, নতুবা মোছার সময় শেডটি তার স্থান থেকে সরে আসতে পারে। ভাল করে শুকিয়ে নেয়ার পর ব্যবহার শুরু করুন। দিনে অন্তত একবার ল্যাম্পশেড পরিষ্কার করার চেষ্টা করুন।
×