ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাবেক সংসদ সদস্য রনির বিরুদ্ধে মামলা

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩২, ১০ অক্টোবর ২০১৬

টুকরো খবর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পত্রিকায় মানহানিকর কলাম প্রকাশের অভিযোগে সাবেক সাংসদ গোলাম মাওলা রনি, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর নামে রাজশাহীতে মামলা হয়েছে। রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত (খ) অঞ্চল এ রবিবার বেলা ১১টায় মামলাটি দায়ের হয়। জেলা জজ আদালতের আইনজীবী শামিম আখতার হৃদয় বাদী হয়ে ধারায় মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মিজানুর রহমান আসামিদের আগামী ৯ নবেম্বর আদালতে সশরীরে হাজির হতে সমন জারি করেছেন। তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর ‘সুন্দরী সুজানা, দুই বৃদ্ধ এবং এক উকিল’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটি কলাম লেখেন সাবেক সাংসদ গোলাম মাওলা রনি। ওই কলামের শেষের অংশে একটি কৌতুক লেখেন গোলাম মাওলা রনি। এতে আইনজীবীদের মানহানি ঘটে। এ জন্য তিনি স্বপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই লেখা প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আইনজীবীদের উস্কানি দিয়েছেন- এমন অভিযোগে মামলায় তাদেরও আসামি করা হয়েছে বলে জানান আইনজীবী শামিম আখতার হৃদয়। খুলনায় আনসার-ভিডিপি সমাবেশ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ আনসার-ভিডিপি খুলনার বার্ষিক সমাবেশ রবিবার দুপুরে নগরীর হোটেল টাইগার গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মিজানুর রহমান খান বলেন, আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছায় দেশের উন্নয়নে ও জনকল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, আনসার-ভিডিপি বাহিনী দারিদ্র্যবিমোচন, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়ন এই তিন উদ্দেশ নিয়ে কাজ করে। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আনসার-ভিডিপির উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, আনসার ভিডিপির খুলনা রেঞ্জ পরিচালক মোঃ আকবার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক। চাঁদাবাজি ॥ তিন ভুয়া ডিবি পুলিশ আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ অক্টোবর ॥ ধামরাইয়ে ভাড়ারিয়া গ্রামের মাদক বিক্রেতা আমজাদ হোসনের কাছে শনিবার গভীর রাতে তিন যুবক ‘ডিবি পুলিশ’ পরিচয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আমজাদ কৌশলে থানায় খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে। রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো- পাবনার বেড়া থানার জয়নগর গ্রামের শেখ সালামের ছেলে লিটন মিয়া, পেচাঁখোলা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে বাবলু মিয়া (৪৫) ও গোপালগঞ্জের তেবারিয়া গ্রামের রসুল সিকদার। ইয়াবাসহ যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৯ অক্টোবর ॥ বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাংলার হাট এলাকা থেকে (জোড়া ব্রিজের কাছে) রবিবার বিকেলে জুয়েল মোল্লা (২৭) নামে এক যুবককে পাঁচ শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বাউফল থানার এসআই মোফাজ্জেল ও এসআই আবুল হোসেন তাকে গ্রেফতার করে। জুয়েল এ সময় একটি মোটরসাইকেল যোগে ৫শ’ ইয়াবা নিয়ে ওই স্থান থেকে কালিশুরির যাচ্ছিল। গ্রেফতারকৃত জুয়েলের বাড়ি উপজেলার কালিশুরি ইউনিয়নের কবিরকাঠী গ্রামে। কুষ্টিয়ায় সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৯ অক্টোবর ॥ কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত আকাম উদ্দিন আকাইল (৬৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে ওই সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়াল তিন জনে। এ ঘটনায় এর আগে নিহত হন ইমান আলী ম-ল ও শাহাবুদ্দিন। গত ২৪ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া গ্রামের ম-লপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কেরামত আলী এবং সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেনের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্কুল চালুর দাবিতে মানববন্ধন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি কেআই স্কুলের শিক্ষা কার্যক্রম চালু করার দাবিতে এলাকাবসী মানববন্ধন করেছে। রবিবার সকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্বরে ‘স্কুল রক্ষা কমিটি’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী, অভিভাবক ও স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। তারা স্কুলটি চালু করে জেএসসি ও এসএসসি পরীক্ষার্থী দুই শতাধিক শিক্ষার্থী শিক্ষাজীবন রক্ষার আকুতি জানান। মানববন্ধনের বক্তব্য রাখেন, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, অভিভাবক মানিক পাটোয়ারী, আবু সাঈদ, আসাদ উল্লাহ, আব্দুল লতিফ, শিক্ষক আবু তাহের, শিক্ষার্থী নাছিম আক্তার ও সুইচিং মারমা। উল্লেখ্য, দীর্ঘ নয় মাস ধরে বেতন ভাতা না পাওয়ায় গত ২৮ আগস্ট কে আই হাই স্কুলের সব শিক্ষক স্বেচ্ছায় অবহতি নেন। ফলে স্কুলের ৫৩ জেএসসি ও ১৮ এসএসসি পরীক্ষার্থীসহ দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিতের মুখে পড়ে। ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার সকালে বগুড়া রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার (৪০) মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় সান্তাহার থেকে লালমনিহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই মহিলা মারা যান। ঘটনার সময় মহিলা রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। পিছন থেকে আসা ট্রেন বারবার হুইসেল দিলেও তিনি লাইন থেকে সরে না যাওয়ায় ট্রেনে কাটা পড়েন। ধারণা করা হচ্ছে, ওই মহিলা আত্মহত্যা করেছে। প্রকৌশলীর অপসারণ দাবি নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ অক্টোবর ॥ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রকল্প বিভাগের জামালপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুস ছোবহান মিয়ার বিরুদ্ধে লাইন নির্মাণসামগ্রী সরবরাহে উৎকোচ গ্রহণসহ ঠিকাদারদের হয়রানির প্রতিবাদে মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন জামালপুর ও শেরপুরের ঠিকাদাররা। রবিবার শহরের বেলটিয়ার পল্লী বিদ্যুত কার্যালয়ের সামনে এ বিভাগের তালিকাভুক্ত ৬০ ঠিকাদার মিছিল ও সংবাদ সম্মেলন করে দূর্নীতিবাজ এ কর্মকর্তাকে জামালপুর থেকে অপসারণের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে আলহাজ মজিবর রহমান, মাহফুজুর রহমান, ফেরদৌস হোসেন ও জামাল উদ্দিনসহ ঠিকাদার নেতারা বক্তব্য রাখেন। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুস ছোবহান মিয়ার কাছে জানতে চাইলে তিনি নিজের অনিয়ম-দুর্নীতির বিষয়টি অস্বীকার করে উল্টো ঠিকাদারদের বিরুদ্ধেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন। দাবি তিন হাজার রফা আড়াই শ’ টাকায়! স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের সরোয়ার। তিনি ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালান। তার বোন আম্বিয়া বেগম কাতার প্রবাসী। তার পাসপোর্টটি হারিয়ে গেছে। পাসপোর্ট হারিয়ে যাওয়ায় জিডি (সাধারণ ডায়েরি) করতে থানায় গিয়েছিলেন মোঃ সরোয়ার। ডিউটি অফিসার সব শুনে বললেন, ‘বড় কেস, তিন হাজার টাকা লাগবে।’ টাকার অঙ্ক শুনে কিছুটা অস্বস্তি বোধ করলেন। তিনি গেলেন ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কাছে। ওসি সব শুনে জিডি লিখে ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বললেন। অগত্যা জিডি লিখে তিনি ছুটলেন ডিউটি অফিসারের কাছে। টাকার অঙ্ক কমাতে চান না ডিউটি অফিসার। চলল দরকষাকষি। একপর্যায়ে তিন হাজার টাকার জিডি নেমে এলো দুই হাজার টাকায়। শেষে রফা হলো আড়াই শ’ টাকায়। ঘটনাটি রবিবার সকালের। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ ইলিয়াছ হোসেন টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেন, ‘হারিয়ে যাওয়া একটি পাসপোর্টের জন্য ৩৫৭ নম্বর জিডি করা হয়েছে। তিনি আরও বলেন, জিডি করতে টাকা নেয়া হয় না। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি জানেন না বলে জানান। ৩৭৫ প্রাইমারী স্কুলের গেজেট দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৯ অক্টোবর ॥ সদ্য জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তালিকাভুক্ত ৩য় ধাপে ৩৭৫টি বিদ্যালয়ের গেজেট এখন পর্যন্ত প্রকাশ না হওযায় প্রায় দেড় হাজার শিক্ষক তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব বিদ্যালয় শিক্ষকরা গেজেটভুক্ত করার দাবিতে রোববার দুপুরে বিভাগীয় শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে রংপুর নগরীর কাচারি বাজারে মানববন্ধন করেন। এতে রংপুরের আট জেলা ভুক্তভোগী শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে তিন ধাপে জাতীয়করণের ঘোষণা দেন। ৩য় ধাপে ৯৬০ বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর পাঠদানের অনুমতির অপেক্ষাধীন থাকায় বিদ্যালয়গুলোকে জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৪ সালের মধ্যে জাতীয়করণের কাজ সমাপ্ত হওয়ার কথা থকলেও ৩য় ধাপে অবশিষ্ট ৩৭৫টি প্রাথমিক বিদ্যলয় এখন পর্যন্ত গেজেটভুক্ত হয়নি। মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনটির আহ্বায়ক পঞ্চগড়ের গৌরহারি রায়, যুগ্ম আহ্বায়ক নীলফামারীর গোলাম রব্বানী, সদস্য দিনাজপুরের মনোয়ার হোসেন, রংপুরের মোবাশ্বের হোসেন, গাইবান্ধার আকাশ আহমেদ প্রমুখ। ছিনতাই ॥ আহত চার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে শনিবার রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকারে যাত্রীদের মারপিট করে ৩টি মোবাইলসহ এক লাখ ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বর্তমান ও সাবেক দুই কাউন্সিলরসহ প্রাইভেটকারের চার যাত্রী আহত হন। আহতরা হলেনÑ নাটোর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম জাহিদ, নাটোরের লালবাজার এলাকার আশুতোষের ছেলে সঞ্জয় ও মুকুল চন্দ্র সাহার ছেলে মিঠুন সাহা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ধর্ষক আটক নিজস্ব সংবাদদাতা, সাভার, ৯ অক্টোবর ॥ আশুলিয়ায় চাকরির প্রলোভনে কিশোরীকে ধর্ষণের ঘটনায় রফিকুল ইসলাম (৩০) কে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার হাজী বোরহান উদ্দিনের ভাড়া দেয়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল টাঙ্গাইল জেলার সদর থানা এলাকার রাঙ্গাটেরা গ্রামের ছাফাই ম-লের ছেলে। সে চন্দ্রা এলাকার একটি প্রিন্টিং কারখানায় কাজ করে। এ ঘটনায় ওই কিশোরী বাসায় এসে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের সদস্যরা আত্মহত্যার কারণ জানতে চাইলে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় স্থানীয়রা রফিকুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বখাটেদের হামলায় মাতবর আহত নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ৯ অক্টোবর ॥ মোহনগঞ্জে বখাটেদের হামলায় গোলাম ফারুক তানভীর (৪৬) নামে এক গ্রাম্য মাতব্বর আহত হয়েছে। তিনি উপজেলার সুয়াইর ইউনিয়নের হাটনাইয়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ছেচড়াখালি বাজারে এ হামলার ঘটনাটি ঘটে। জানা যায়, কয়েকদিন আগে উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের এক ছাত্রীকে কলেজে আসার পথে একই এলাকার বখাটে সালেক, মাহাবুব, হুমায়ুন, রিয়াদ, আমানুল্লাহ, হৃদয়, জাহাঙ্গীর উত্ত্যক্ত করে। পরে ওই ছাত্রী এ বিষয়টি তার অভিভাবককে জানায়। এই নিয়ে গত শনিবার সালিশী বসে। ওই বৈঠকে গ্রাম্য মাতব্বর গোলাম ফারুক তানভীর বখাটে সালেককে চড় থাপ্পড় দেন। এরই জের ধরে রবিবার বেলা ১২টার দিকে ছেচড়াখালি বাজারে বখাটে সালেক ৬-৭ জনকে সঙ্গে নিয়ে গ্রাম্য মাতব্বর গোলাম ফারুক তানভীরের ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। অস্ত্রসহ যুবক আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ অক্টোবর ॥ যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বিল্লাল হোসেন (৩২) নামের এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। রোববার বিকেলে সদর উপজেলার একডালা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। আটক বিল্লাল হোসেন বরিশাল জেলাল গৌরনদী এলাকার কলাবাড়িয়া গ্রামের আকবর হোসেনের ছেলে। বিদ্যুতস্পর্শে পল্লী চিকিৎসক নিহত স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় রবিবার সকালে পূজাম-পে বিদ্যুত সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুতস্পর্শে সঞ্জয় মইশা ম-ল (২৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। নিহত সঞ্জয় মইশা ম-ল উপজেলার শিবনগর ইউপির কুমারপুর গ্রামের ভিম মইশা ম-লের ছেলে। রবিবার সকাল ৭টায় উপজেলার শিবনগর ইউপির মহেশপুর পূজাম-পে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে এ ঘটনা ঘটে। ম-পের জমি দখলকারীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ অক্টোবর ॥ ভোলায় বিরেন রায় চৌধুরী পূজাম-পের জমি দখলকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভোলা পূজা উদযাপন পরিষদ ও দেবোত্তর সম্পত্তি রক্ষা কমিটি। রবিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। এ সময় তারা জমি দখলকারী ষড়যন্ত্রকারী ইউনুস গংয়ের গ্রেফতার দাবিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল পূজাম-পে এক ঘণ্টা আলোকসজ্জা বন্ধ রাখার আল্টিমেটাম দেন। এ সময় বক্তব্য রাখেনÑ ভোলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সাধারণ সম্পাদক জয় চন্দ্র দে প্রমুখ। সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৯ অক্টোবর ॥ হজ ব্যবস্থাপনায় ত্রুটি-অনিয়মের অভিযোগ, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গাইবান্ধা জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের দায়ে দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লা বাদলের বিরুদ্ধে গাইবান্ধা সদর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার গাইবান্ধা জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার আহমেদ শাকিল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জকে অভিযোগ তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন। ঠাকুরগাঁওয়ে দিনভর বৃষ্টি নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ অক্টোবর ॥ ঠাকুরগাঁওয়ে রবিবার দিনভর অবিরাম বর্ষণে বেহাল জনজীবন। এর ফলে জেলার রাস্তাঘাট ও অধিকাংশ পূজাম-প ছিল প্রায় জনশূন্য। দুপুরের পর বাংলাদেশ-ইংল্যান্ডের ক্রিকেট খেলা দেখার জন্য রাস্তাঘাটে লোক চলাচল আরও কমে যায়। বিভিন্ন দোকান-ক্লাব ও বাসাবাড়িতে টেলিভিশন সেটের সামনে সবল বয়সের লোকজনকে ভিড় করতে দেখা গেছে। রবিবার সকাল থেকেই কখনও মুষলধারে আবার কখনও ছিটাফোঁটা বৃষ্টি ঝরতে থাকে। রাস্তাঘাটে বৃষ্টির পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়। ফলে অনেকের মাঝে দেখা যায় বিরক্তি। অস্ত্রসহ ইউপি সদস্য আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া রাজাখালী আরব শাহ বাজার এলাকা থেকে অস্ত্রসহ ইউপি সদস্য নেজাম উদ্দিন প্রকাশ নেজুকে আটক করেছে পুলিশ। তিনি পেকুয়া রাজাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য। রবিবার ভোরে পেকুয়া থানা পুলিশ ওই ইউপি সদস্যের ব্যক্তিগত অফিসে অভিযান চালায়। এসময় একটি দেশী অস্ত্রসহ নেজাম ও তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হচ্ছে- কাজির পাড়ার আনিস, ফজল করিম, মিয়ারপাড়ার আলী হায়দার ও চট্টগ্রামের বাঁশখালী পুইছড়ির দিদারুল ইসলাম।
×