ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত: ০৬:৩১, ১০ অক্টোবর ২০১৬

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৯ অক্টোবর ॥ হবিগঞ্জের নোয়াপাড়ায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে ইঞ্জিন ভস্মীভূত এবং বগি-লাইনচ্যুতসহ যন্ত্রপাতি ধ্বংস হওয়ায় সরকারের অন্তত ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন স্টেশনের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) রুহুল আক্তার খান ও নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, একটি নতুন ইঞ্জিনের মূল্য প্রায় ৩ কোটি টাকা। আর এই দুর্ঘটনায় কবলিত হয়ে পারাবতের ইঞ্জিনটি সম্পূর্ণরূপইে ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া রেললাইন, সিগন্যাল ও অন্যান্য ক্ষয়ক্ষতি মিলিয়ে সর্বমোট ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার নোয়াপাড়া আউটার সিগন্যালের কাছে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়লে ইঞ্জিনে আগুন ধরে যায় এবং তা ভস্মীভূত হয়।
×