ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুকে পিলারে বেঁধে নির্যাতন

প্রকাশিত: ০৬:৩০, ১০ অক্টোবর ২০১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুকে পিলারে বেঁধে  নির্যাতন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মানবপাচারকারী চক্র চুরির অপবাদ দিয়ে উখিয়ার সোনারপাড়ার দৃষ্টি প্রতিবন্ধী শিশু বেলালকে হাত পা বেঁধে অমানুষিক নির্যাতন চালিয়েছে। প্রতিবন্ধী ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় পশ্চিম সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, জালিয়াপালং পশ্চিম সোনারপাড়ার রহমত উল্লাহর পুত্র দৃষ্টি প্রতিবন্ধী বেলাল চুরি করেছে এ অপবাদ দিয়ে একই গ্রামের মৃত মছন আলীর পুত্র ফরিদ আলম রাস্তা থেকে ধরে এনে পিলারের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। নির্যাতনের চিৎকার শুনে ছেলেকে উদ্ধার করতে গেলে পিতাকেও মারধর করে সন্ত্রাসীরা। প্রতিবন্ধী শিশুর পিতা অভিযোগ করে বলেন, মানবপাচারের গডফাদার ও বহু মামলার আসামি রেজিয়া আক্তার ওরফে রেবি ম্যাডামের ভাই মানবপাচারকারী জালাল, নুরুল কাদের ও শফিউল আলমের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার প্রতিবন্ধী ছেলেকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে।
×