ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ার টানা চার হার

প্রকাশিত: ০৬:২৫, ১০ অক্টোবর ২০১৬

অস্ট্রেলিয়ার টানা  চার হার

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরে হেরেই চলেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্যাটসম্যানদের ব্যর্থতায় চতুর্থ ওয়ানডেতে এবার ৬ উইকেটে হেরেছে স্টিভেন স্মিথের দল। পাঁচ ওয়ানডের সিরিজে ৪-০তে এগিয়ে স্বাগতিক প্রোটিয়ারা। পোর্ট এলিজাবেথের একতরফা ম্যাচে ৩৬.৪ ওভারে ১৬৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৪৯ রানে ৫ উইকেট হারানো অসিদের আরও বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড। মার্শ ৭২ বলে ৫০, ওয়েড ৫৮ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন স্মিথ (৩৬ বলে ২১) ও ক্রিস ট্রিমেন। দশ নম্বর ব্যাটসম্যান ট্রিমেন ২ চার ও ১ ছক্কায় ২৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। দ. আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন কাইল এ্যাবট, তাবারেজ শামসি ও এ্যারন ফাঙ্গিসো। ‘চায়নাম্যান’ অফস্পিনার শামসি ১০ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, পেসার এ্যাবট ৪ ও অপর স্পিনার ফাঙ্গিসোর শিকার ২। জবাবে ২৯ রানে ২ উইকেট হারালেও দ. আফ্রিকার জয় পেতে অসুবিধা হয়নি। অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস ৬৯ রান, জেপি ডুমিনি ২৫ রান করে আউট হন। রাইলি রুশো ৩৩, ফারহান বিহারদিয়ান ১২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। প্রতিপক্ষ টপ-অর্ডার ধসিয়ে দিয়ে ম্যাচসেরা পেসার এ্যাবট। কেপটাউনে পঞ্চম ও শেষ ওয়ানডে বুধবার, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন অসিদের ‘হোয়াইটওয়াশ’ এড়াতে লড়তে হবে।
×