ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষকে সমীহ দুই কোচেরই

প্রকাশিত: ০৬:২৪, ১০ অক্টোবর ২০১৬

প্রতিপক্ষকে সমীহ দুই কোচেরই

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের এ্যাওয়ে ম্যাচে আজ স্বাগতিক ভুটানের বিরুদ্ধে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ময়দানী যুদ্ধে নামার আগে দু’দলই প্রতিপক্ষকে সমীহ করছে। রবিবার থিম্পুতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ টম সেইন্টফিট ও ভুটান কোচ টরসটেন স্পিটলার প্রতিপক্ষকে সম্মান জানিয়ে কথা বলেন। তবে দুই কোচ জয়ের লক্ষ্যের কথাও জানিয়েছেন। অধিনায়ক চূড়ান্ত করা ছাড়াই ভুটান গেছে বাংলাদেশ। এ কারণে সংবাদ সম্মেলনে কোচের কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের অধিনায়ক কে? এই প্রশ্নের জবাবে কোচ সেইন্টফিট বলেন, মামুনুল যদি প্রথম একাদশে খেলে তাহলে সেই হবে বাংলাদেশের অধিনায়ক। তা না হলে আশরাফুল ইসলাম রানা হবে অধিনায়ক। মিডফিল্ডার ইমন মাহমুদের মা মারা যাওয়ায় দল শোকাহত বলে জানান কোচ। ভুটানকে কঠিন প্রতিপক্ষ হিসেবে মেনে সেইন্টফিট বলেন, আমরা ভুটানের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামছি। ম্যাচটি জিতলে পরের পর্বে খেলতে পারব। ভুটানের প্রশংসা করে বাংলাদেশ কোচ বলেন, ম্যাচটি কঠিন হবে। কারণ ভুটান দল অনেক উন্নতি করেছে। তাদের বেশ কয়েকজন ভালমানের ফুটবলার আছে। বিশেষ করে সাত নম্বর ফুটবল চেঞ্চু ও চার নম্বর ফুটবলার দর্জি আমাদের জন্য বিপজ্জনক। নিজ দল প্রসঙ্গে সেইন্টফিট বলেন, বাংলাদেশ দলের শুধু মানসিকতায় সমস্যা। তবে আশা করছি এ সমস্যা কাটিয়ে উঠবে সবাই। আবহাওয়া ও টার্ফ কোন সমস্যা না। সবই অসাধারণ। তিনি আরও বলেন, ড্র করলেও আমরা পরের পর্বে চলে যাব। কিন্তু ভুটান আমাদের ছেড়ে কথা বলবে না।
×