ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ মহিলা দলের জয়, পুরুষদের হার

প্রকাশিত: ০৬:২৪, ১০ অক্টোবর ২০১৬

বাংলাদেশ মহিলা দলের জয়, পুরুষদের হার

স্পোর্টস রিপোর্টার ॥ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আইএইচএফ ট্রফি হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে রবিবার। উদ্বোধনী দিনে বাংলাদেশ মহিলা দল জয় পেলেও হেরেছে পুরুষ দল। মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ মহিলা দল ৪৭-১৪ গোলে পরাজিত করে শ্রীলঙ্কা মহিলা দলকে। একই ভেন্যুতে বাংলাদেশ পুরুষ দল ৩১-৪৫ গোলে হেরে যায় ভারত পুরুষ দলের কাছে। দু’টি ভেন্যুতে টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে নেপাল পুরুষ দলও। তারা ২৭-২২ গোলে হারায় আফগানিস্তানকে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিল ১২-১১ গোলে। নেপালের রোহাম সর্বোচ্চ ৬ গোল করেন। অন্যদিকে আফগানিস্তানের ওমরগুল ১০ ও শাহির করেন ৯ গোল। টুর্নামেন্টের দ্বিতীয় ভেন্যু শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পাকিস্তান পুরুষ দল ৩৫-১০ গোলে পরাজিত করে মালদ্বীপকে। প্রথমার্ধে পাকিস্তান এগিয়ে ছিল ১৬-৭ গোলে। বিজয়ী দলের হয়ে ৬টি করে গোল করেন মোজাম্মেল ও বেলাল। এই ভেন্যুর দ্বিতীয় ম্যাচে নেপাল মহিলা দল ২৮-৭ গোলে হারায় মালদ্বীপ মহিলা দলকে। নেপালের নিশা রায় করেন ৭ গোল। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মেয়েরা। তবে মাঠের লড়াইয়ে পাকিস্তানের মেয়েরা অসহায় আত্মসমর্পণ করে। ভারত ম্যাচ জেতে ৪১-১৬ গোলে। ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ ৮ গোল করেন মেনিকা। পাকিস্তানের সেনার ইকবাল করেন ৫ গোল। আজ মহিলা বিভাগে মুখোমুখি হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা, নেপাল-ভারত ও পাকিস্তান-মালদ্বীপ। আর পুরুষ বিভাগে লড়বে আফগানিস্তান-মালদ্বীপ, ভারত-শ্রীলঙ্কা ও পাকিস্তান-নেপাল। শ্রীলঙ্কার মেয়েদের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের সহজ জয়ে সর্বোচ্চ ৯ গোল করেন শিফা। এছাড়া ৭ গোল করেন পারুল। পূর্ণিমা ও শাহিদা বানু করেন ৫টি করে গোল। শাহনাজ ও শাহিনা করেন ৪টি করে গোল। রুবিনা, শাহিনা খাতুন ও রাহিমা করেন ৩টি করে গোল। চায়না ও মাদুদা ২টি করে ও পিঙ্কি করেন ১ গোল। ভারতের বিরুদ্ধে পুরুষ দল প্রথমার্ধে পিছিয়ে ছিল ১৫-২৫ গোলে। ম্যাচে সর্বোচ্চ গোল করেন ভারতের অনিল কুদিয়া ১৩ গোল। বাংলাদেশের পক্ষে সোহেল রানা ৯টি, সাকির সামির ৭টি ও ডালিয়ানকুম লুসাই ৫টি গোল করেন। এর আগে হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। গেস্ট অব অনার ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার, এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পাকিস্তানের শফিকুর রহমান। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর। প্রধান অতিথি ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, ‘বিদেশী দলগুলোকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি বন্ধুত্বপূর্ণ পরিবেশে একটি সুন্দর ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হবে।
×