ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যমন্ত্রীর ঘোষণা

এবার খোলা বাজারে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি

প্রকাশিত: ০৬:০০, ১০ অক্টোবর ২০১৬

এবার খোলা বাজারে ১৫ টাকা কেজিতে চাল বিক্রি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী এক সপ্তাহের মধ্যে খোলা বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে এ দামে চাল পাওয়া যাবে। বর্তমান বাজারে চালের যে দাম রয়েছে তাও আগামী ১৫ দিনের মধ্যে কমে আসবে। রবিবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে চালকল মালিকদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের কাছে ২৪ লাখ মেট্রিক টন চাল উদ্বৃত্ত রয়েছে। খাদ্য ভা-ারে মজুদ রয়েছে ৭ লাখ মেট্রিক টনেরও বেশি চাল। মিল মালিকদের কাছ থেকে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সংগ্রহ করা হলে চলতি মাস (অক্টোবর) শেষে খাদ্য ভা-ারে জমা পড়বে ৯ লাখ মেট্রিক টনেরও বেশি চাল। চালের কৃত্রিম সঙ্কট দেখিয়ে চালের দাম বৃদ্ধির যে কারসাজি চলছে তা বন্ধে এ কর্মসূচী চালু করা হবে। এটা একই সঙ্গে বাজার স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখবে। ঢাকা শহরে মোটা চালের দাম যে কিছুটা বাড়ছে, তাও দ্রুত কমে আসবে। মন্ত্রী জানান, দেশে এখন চালের কোন সঙ্কট নেই। সরকারের কাছে যা উদ্বৃত্ত আছে তাতে দেশের চাহিদা মিটিয়ে চাল রফতানি করা যাবে। হতদরিদ্রদের জন্য সরকারের চালু করা ১০ টাকার চাল নিয়ে কোন অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন কামরুল ইসলাম। তিনি বলেন, এই কর্মসূচী বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। যখনই আমরা খবর পাচ্ছি, কঠিন ব্যবস্থা নিচ্ছি। দুর্নীতি ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাদের তাৎক্ষণিক গ্রেফতার করে শাস্তি দেয়া হচ্ছে। কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।
×