ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ প্রস্তাবও গৃহীত হয়নি

আলেপ্পোয় বোমাবর্ষণ বন্ধে ফ্রান্সের প্রস্তাবে রাশিয়ার ভেটো

প্রকাশিত: ০৫:৩৫, ১০ অক্টোবর ২০১৬

আলেপ্পোয় বোমাবর্ষণ বন্ধে ফ্রান্সের প্রস্তাবে রাশিয়ার ভেটো

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে বোমাবর্ষণ বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফ্রান্সের প্রস্তাবে শনিবার ভেটো দিয়েছে রাশিয়া। আর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এই শহরটি নিয়ে রুশ প্রস্তাবও গৃহীত হয়নি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। খবর এএফপির। দুটি প্রস্তাব গৃহীত না হওয়ায় নিরাপত্তা পরিষদের মধ্যে সিরিয়ার মিত্র রাশিয়া এবং যুদ্ধে বিরোধীদের সমর্থন দেয়া পশ্চিমা শক্তির মধ্যে বিভক্তি আরও স্পষ্ট হয়েছে। সিরিয়ায় পাঁচ বছরের যুদ্ধ বন্ধে এ নিয়ে পঞ্চমবারের মতো নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করে জাতিসংঘের উদ্যোগ আটকে দিল রাশিয়া। দেশটিতে যুদ্ধে নিহত হয়েছে তিন লাখ মানুষ। সিরীয় সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর এলাকাসমূহে হামলার ওপর জোর দিয়েছে। যেখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এক লাখ ২৫ হাজার মানুষ। এবং নিয়মিত মুখোমুখি হচ্ছে ব্যাপক বোমাবষর্ণের। রাশিয়া সমর্থিত সিরীয় সরকারের বোমাবর্ষণ থেকে আলেপ্পো শহরটিকে রক্ষায় এখনই ব্যবস্থা গ্রহণের জন্য নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক আইরাউল। সরাসরি রাশিয়াকে উদ্দেশ করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন দেশ ফ্রান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তা হবে বাশার আল-আসাদকে আরও বেশি হত্যার জন্য সমর্থন দেয়া। আলেপ্পোয় সব ধরনের সামরিক বিমান এবং বোমাবর্ষণ বন্ধের দাবি জানিয়ে খসড়া প্রস্তাব উপস্থাপন করে ফ্রান্স। গত মাসে সিরীয় সেনাবাহিনী আলেপ্পোর ওপর ব্যাপক হামলা শুরু করে। ফ্রান্সের প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ভোট দিয়েছে ১১ সদস্য। বিপক্ষে ছিল রাশিয়া এবং ভেনিজুয়েলা। আর ভোট দানে বিরত ছিল চীন ও এ্যাঙ্গোলা। রাশিয়ান ভেটোর পর নিরাপত্তা পরিষদে মস্কোর খসড়া প্রস্তাবও গৃহীত হয়নি। রুশ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে নয়টি, পক্ষে চারটি এবং ভোট দানে বিরতি ছিল দুটি দেশ। বিমান হামলা বন্ধের কথা উল্লেখ না করলেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রুশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র। প্রস্তাবের পক্ষে ছিল চীন, মিসর ও ভেনিজুয়েলা। আর ভোট দানে বিরত থাকে এ্যাঙ্গোলা ও উরুগুয়ে। রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বলেন, দুটি ভোটই প্রমাণ করেছে, এটা হচ্ছে এক অদ্ভুত রঙ্গভূমি। কারণ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যই জানে তারা ব্যর্থ হবে। তবে সিরিয়ার সমস্যা সমাধানে কূটনীতিক প্রচেষ্টা এখনও শেষ হয়ে যায়নি বলে জানান চুরকিন। ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথু রাইক্রফট বলেন, রাশিয়ার জন্য এটি বাজে দিন। আর আলেপ্পোর মানুষের জন্য খুবই মন্দ একটি দিন। ২২ সেপ্টেম্বর রাশিয়ার সমর্থনে সিরীয় সেনাবাহিনী আলেপ্পোর শহরটি পুনরায় দখলের জন্য হামলা শুরু করার পর বৃদ্ধি পেয়েছে সিরীয় এবং রুশ বোমাবর্ষণ।
×