ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়া ও ইরাকে এক চতুর্থাংশ এলাকা হারিয়েছে আইএস

প্রকাশিত: ০৫:৩৪, ১০ অক্টোবর ২০১৬

সিরিয়া ও ইরাকে এক চতুর্থাংশ এলাকা হারিয়েছে আইএস

সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস) তাদের নিয়ন্ত্রিত এলাক থেকে এক চতুর্থাংশেরও বেশি এলাকা হারিয়েছে বলে নতুন পরিসংখ্যানে দেখা গেছে। ব্রিটেনভিত্তিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক আইএইচএস জানায়, গত বছর জানুয়ারিতে জঙ্গী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে যেসব এলাকা ছিল তার ২৮ শতাংশ হাতছাড়া হয়েছে। খবর বিবিসির। আইএইচএসের বিশ্লেষকরা জানান, এ বছর প্রথম নয় মাসে আইএসের নিয়ন্ত্রিত এলাকার পরিমাণ ৭৮ হাজার বর্গকিলোমিটার (৩০ হাজার ১১৫ বর্গমাইল) থেকে কমে ৬৫ হাজার পাঁচশ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। যার আকার শ্রীলঙ্কার মতো। গত তিন মাসে আইএসের ক্ষতির পরিমাণ কমে এসেছে। জুলাই মাস থেকে গোষ্ঠীটি মাত্র দু’হাজার আটশ’ বর্গকিলোমিটার (এক হাজার ৮০ বর্গমাইল) এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। আইএইচএস বলছে, রাশিয়া আইএসকে লক্ষ্য করে বিমান হামলা কমিয়ে দেয়ার পর থেকে ধীরগতি দেখা যাচ্ছে। এ বছরের শুরুতে আইএসকে লক্ষ্য করে ২৬ শতাংশ হামলা চালানো হয়েছে। তবে বছরের মাঝামাঝিতে এটি নেমে আসে ১৭ শতাংশে। আইএইচএসের প্রধান রাশিয়ান বিশ্লেষক এ্যালেক্স ককচারভ বলেন, গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, এটি রাশিয়ার আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও বিশেষ করে ইসলামিক স্টেটের বিরুদ্ধে একটি অভিযান। আমাদের পরিসংখ্যান বলছে যে আসলে তা নয়। আসাদ সরকারকে সামরিক সাহায্য দেয়াকেই রাশিয়া প্রাধান্য দিচ্ছে এবং সম্ভবত তারা চাইছে সিরিয়ার গৃহযুদ্ধকে বহুপাক্ষিক যুদ্ধ থেকে রূপান্তর করে সিরিয়া সরকার ও জঙ্গী সংগঠনগুলোর মধ্যে একটি যুদ্ধে পরিণত করতে। দেশটির বিরোধীপক্ষের প্রতি যে আন্তর্জাতিক সমর্থন রয়েছে তাকে খাটো করা হচ্ছে। তারপরও আইএসের যে ক্ষতি হয়েছে তা উল্লেখযোগ্য হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। জঙ্গীগোষ্ঠীটিকে তুর্কি সীমান্ত থেকে ১০ কিলোমিটার দূরে ঠেলে দেয়া হচ্ছে এবং ইরাকি বাহিনী কায়ারাহ বিমান ঘাঁটি পুনর্দখল করেছে। এ মাসের শেষদিকে ইরাকে আইএসের শক্ত ঘাঁটি মসুলে একটি অভিযান শুরু হবার কথা রয়েছে। সেই হামলা যদি সফল হয় তবে সেটি হবে জঙ্গী গোষ্ঠীটির জন্য একটি বড় ধাক্কা।
×