ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বনশ্রীতে দুর্ঘটনায় চা দোকানি হত

পানির ট্যাঙ্ক থেকে শিশু সুরাইয়ার লাশ উদ্ধার, খালু আটক

প্রকাশিত: ০৫:২৫, ১০ অক্টোবর ২০১৬

পানির ট্যাঙ্ক থেকে শিশু সুরাইয়ার লাশ উদ্ধার, খালু আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার একটি বাসার পানির ট্যাঙ্ক থেকে একটি শিশুর লাশ উদ্ধার হয়েছে। পুলিশ নিহত শিশুর খালু সবুজকে আটক করেছে। এদিকে বনশ্রীতে ট্রাক চাপায় এক চা দোকানি নিহত হয়েছে। ভাসানটেকে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে ভূমি জরিপ অফিসের এক কর্মী আহত হয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, তুরাগ কামারপাড়া এলাকার একটি বাসার পানির ট্যাঙ্ক থেকে সুরাইয়া আক্তার (৪) নামে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের খালু সবুজকে আটক করা হয়েছে। নিহত শিশু সুরাইয়ার বাবা মোতালেব শেখ রিক্সাচালক। মা সোনিয়া আক্তার গার্মেন্টসে চাকরি করেন। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ারে। কামারপাড়ায় কাশেম আলীর বাসায় ভাড়া থাকত সুরাইয়াদের পরিবার। দুই বোনের মধ্যে সুরাইয়া ছোট। তুরাগ থানার এসআই আলম সিকদার জানান, শনিবার গভীর রাতে পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা কামারপাড়া এলাকার ৬নং হানিফের মোড় বাসার পানির ট্যাঙ্ক থেকে শিশু সুরাইয়ার লাশ উদ্ধার করে। পরে রবিবার সকালে শিশু সুরাইয়ার লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক দুঘর্টনায় নিহত এক ॥ বনশ্রীতে ট্রাক চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক চা দোকানি নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধা সদরে। গুলিবিদ্ধ ভূমি জরিপ কর্মী ॥ ভাসানটেকে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে শহীদুল ইসলাম (৪৫) নামে ভূমি জরিপ অফিসের এক কর্মী আহত হয়েছেন। রবিবার সকালে বাসার সামনে মোটরসাইকেলযোগে দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার ছেলে পিন্টু ও গাড়িচালক কবির হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাগানবাড়ি রোডের বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠি। এমন সময় মোটরসাইকেলে করে আসা এক যুবক কথা আছে বলে গাড়ি থেকে নামতে বলে। গাড়ি থেকে নামার জন্য দরজা খোলার সঙ্গে সঙ্গে যুবকটি আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
×