ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনা ওপেনের চ্যাম্পিয়ন রাদওয়ানস্কা

প্রকাশিত: ০৫:২৪, ১০ অক্টোবর ২০১৬

চীনা ওপেনের চ্যাম্পিয়ন রাদওয়ানস্কা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে চীনা ওপেনের শিরোপা পুনরুদ্ধার করলেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। রবিবার টুর্নামেন্টের ফাইনালে জোহানা কন্টেকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এদিন ৬-৪ এবং ৬-২ সেটে হারান ব্রিটেনের জোহানা কন্টেকে। সেইসঙ্গে ক্যারিয়ারের ২০তম শিরোপা জয়ের স্বাদ পান তিনি। এবারই প্রথম চীনা ওপেনে খেলেন জোহানা কন্টে। প্রথমবারই বাজিমাত করেন তিনি। অসাধারণ পারফর্ম উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নেন কন্টে। শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ হিসেবে দাঁড়ান এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। তবে শেষ পর্যন্ত পোলিশ তারকার বিপক্ষে পেরে উঠতে পারেননি কন্টে। ১ ঘণ্টা ৩৬ মিনিট লড়াই করে শিরোপা নিজের করে নেন রাদওয়ানস্কা। সেইসঙ্গে মৌসুমের চীনা ওপেনের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পান তিনি। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন। দীর্ঘ পাঁচ বছর পর আবারও সেই মঞ্চে শিরোপা উচিয়ে ধরলেন রাদওয়ানস্কা। এতে দারুণ রোমাঞ্চিত পোলিশ তারকা। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা বলেন, ‘এই মুহূর্তটা আমার কাছে বিশেষ। এখানে তৃতীয় ফাইনাল খেলে দ্বিতীয় শিরোপা জিতলাম। এটা আমার কাছে বিশেষ অর্জন। আমার জন্য এই সপ্তাহটা দারুণ। প্রকৃতপক্ষে এর চেয়ে আর ভাল হতে পারতো না।’ চীনা ওপেন জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ২০তম শিরোপা জয়ের স্বাদ পেলেন রাদওয়ানস্কা। আর চলতি মৌসুমের তৃতীয়। এই টুর্নামেন্টে একটি সেটও ড্রপ করেননি তিনি। জোহানা কন্টের আগেও একাটেরিনা মাকারোভা, ক্যারোলিন ওজনিয়াস্কি এমনকি এলিনা ভিতলিনার মতো তারকাদের হারিয়েছেন তিনি। তাই এই ট্রফিটা আলাদা স্থান করে রাখবে রাদওয়ানস্কার হৃদয়ে। এ প্রসঙ্গে ২৭ বছর বয়সী রাদওয়ানস্কা বলেন, ‘প্রতিটি শিরোপাই অনেক কিছু। আর আপনি যখন এখানে সেরা টুর্নামেন্টে বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলে জিতবেন তখন নিঃসন্দেহেই তার গুরুত্ব আলাদা। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই শীর্ষসারির খেলোয়াড়দের বিপক্ষে খেলছি। আর আমিও আমার সেরাটা খেলছি। সপ্তাহের পুরোটা সময়ই অসাধারণ খেলেছি। আবারও এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই আনন্দিত। এই ট্রফিটাকে আমি আমার বিশেষ জায়গায় রাখব।’ এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার কাছে হারলেও চীনা ওপেনে অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছেন জোহানা কন্টে। শুধু তাই নয়, আজ প্রকাশিত হবে টেনিসের নতুন র‌্যাঙ্কিং। যেখানে দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম কোন ব্রিটিশ খেলোয়াড় হিসেবে শীর্ষ দশে জায়গা করে নিবেন কন্টে। এতে দারুণ আনন্দিত তিনি। তার লক্ষ্য এখন পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখা এবং রাদওয়ানস্কার মতো এ রকম প্রতিপক্ষের বিপক্ষে খেলা। এ প্রসঙ্গে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জোহানা কন্টে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি কিছুটা শান্ত। গত কয়েক বছর যেভাবে আমার পারফর্মেন্সের অগ্রগতি হয়েছে তাতে আমি খুবই সন্তুষ্ট। আশাকরি আরও ওপরের দিকে উঠতে পারব।
×