ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহীদ জেহাদ দিবস আজ

প্রকাশিত: ০৪:৫০, ১০ অক্টোবর ২০১৬

শহীদ জেহাদ  দিবস  আজ

স্টাফ রিপোর্টার ॥ আজ ১০ অক্টোবর শহীদ জেহাদ দিবস। স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদ ১৯৯০ সালের এই দিন অবরোধ কর্মসূচী চলাকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিনই গঠিত হয় সর্বদলীয় ছাত্রঐক্য। তৎকালীন এরশাদ সরকারের পতনে এই সর্বদলীয় ছাত্রঐক্য অগ্রণী ভূমিকা পালন করে। এদিকে রবিবার শহীদ জেহাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছিল স্বৈরশাসক এরশাদ। খালেদা জিয়া বলেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে। তাই গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা এবং এর বিকাশ সাধন করতে হবে। এজন্য আমাদের আরও সংগ্রাম করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। শাহাদাতবরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই সে বছর সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের। জেহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তার রুহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করেই দেশী-বিদেশী অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে হবে। খালেদা জিয়া বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে অগণতান্ত্রিক অপশক্তি জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। তিনি বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ সামরিক শাসনবিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম। রক্তঝরা ওই আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার। জেহাদ দিবস উপলক্ষে অপর এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অগণতান্ত্রিক অপশক্তি নিষ্ক্রিয় হয়ে বসে নেই। তারা গণতন্ত্রকে ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই দুঃসময়ে সকল গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্বুদ্ধ করবে শহীদ জেহাদের আত্মদান। যে স্বপ্ন ও আশা নিয়ে নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের সংগ্রামের মূল লক্ষ্য। আর তাতেই জেহাদের আত্মা শান্তি পাবে। তিনি বলেন, জেহাদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অমর নাম। সে নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে।
×