ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুজন ঢাকা মেডিক্যালে ভর্তি ॥ ড্রাইভার তখন মোবাইল ফোনে কথা বলছিলেন, ওভার টেক করতে গিয়েই দুর্ঘটনা

মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

প্রকাশিত: ০৪:৫০, ১০ অক্টোবর ২০১৬

মগবাজার ফ্লাইওভারে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সদ্য চালু হওয়া মগবাজার ফ্লাইওভারের ওপরে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে জহিরুল ইসলাম (৪০) ও রাসেল মিয়া (২২) নামে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহত রাসেল মিয়া দনিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা পৌনে একটার দিকে গাজীপুর থেকে গুলিস্তানগামী ওই যাত্রীবাহী বাসটি ওভারটেক করতে গিয়ে দুঘর্টনা কবলিত হয়। এ সময় বাসচালক মোবাইলে কথা বলছিলেন। বাসে যাত্রী ছিল ৪০-৫০। এদিকে দুর্ঘটনার পর ফ্লাইওভারের রাস্তা প্রায় ৩ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। ডিএমপির হাতিরঝিল ট্রাফিক জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোঃ ইউসুফ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেয়ার পর বিকেল তিনটায় ফ্লাইওভারে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। তবে দুর্ঘটনার পর ফ্লাইওভারের ওপরে বন্ধ থাকলেও নিচ দিয়ে যান চলাচল স্বাভাবিক ছিল। আহতরা জানান, গাজীপুর থেকে গুলিস্তানগামী গাজীপুর পরিবহন ও আজমেরি পরিবহনের দুটি বাস ফ্লাইওভারে ওঠার আগ থেকেই প্রতিযোগিতা করছিল। এ সময় বাসের চালক মোবাইলে কথা বলছিলেন। ফ্লাইওভার থেকে নামার সময় গাজীপুর পরিবহনের বাসটি ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে অনেকেই আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত আরেক যাত্রী জানান, ড্রাইভার ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। পেছনে থাকা আসা আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতা চলছিল। ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পরপর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের ঢাকা দক্ষিণের উপ-সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, দুটি বাস প্রতিযোগিতা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। উল্টানোর পর বাস থেকে মবিল রাস্তায় ছড়িয়ে পড়ে। পরে আমরা পানি দিয়ে পরিষ্কার করি। না হলে মবিলে স্পিøপ করে আরও দুর্ঘটনা ঘটতে পারত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর রাস্তা পরিষ্কার করতে একটু সময় লেগেছে। বেলা তিনটার দিকে ফ্লাইওভারের পূর্ব পাশটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। পশ্চিম পাশেরটা আগে থেকেই স্বাভাবিক ছিল। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে জহিরুল ইসলাম (৪০) ও রাসেল মিয়া (২২) নামে দু’জনকে ভর্তি করা হয়েছে। আহত রাসেল মিয়া দনিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি বলেন, ওই দুর্ঘটনায় দু’জনের বাঁ পা ভেঙ্গে গেছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
×